রাজধানীর কদমতলী থানার দক্ষিন দনিয়া পাটের বাগ(প্রস্তাবিত ৬১নংওয়ার্ড) নামক এই এলাকা প্রায় লক্ষাধিক লোকের বসবাস।সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় এখানকার রাস্তাঘাট। ফলে ঘরবন্দি হয়ে পরে লোকজন। শিক্ষার্থীরা প্রায়ই স্কুলে যেতে পারেনা।খেটে খাওয়া মানুষগুলোরও কোন কাজ থাকে না, ফলে অর্ধাহারে কিংবা অনাহারে কাটে তাদের দিন।
যারা বিভিন্ন অফিস-আদালতে চাকরি করে তাদেরও পোহাতে হয় যাতায়াতের দুর্ভোগ।স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় কয়েক ঘন্টার বৃষ্টিতেই এখানের রাস্তাগুলোতে জমে হাটু সমান পানি।জলাবদ্ধতার মুল কারন অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা।এখানকার প্রধান প্রধান ড্রেনগুলো নিয়মিত পরিস্কার ও খনন করা হয়না।বছর বছর কিছু রাস্তা স্থানীয় ব্যাক্তিদের উদ্যোগে উচু করা হলেও তা সমস্যা সমাধানে ভূমিকা রাখছে না। কেননা রাস্তা উচু করলে কি হবে পানি নামার ব্যবস্থাইতো নাজেহাল। ড্রেনগুলো উম্মুক্ত হওয়ায় সব ধরনের ময়লা-আবর্জনা মল-মূত্র এসে মিশে যায় রাস্তার পানির সাথে।কয়েকদিনেই প্রচুর দূর্গন্ধ ছড়াতে থাকে। মশা মাছির উপদ্রোপ বেড়ে যায়।ছড়ায় নানা রকম পানিবাহিত রোগ।
অপরদিকে বিশুদ্ধ খাবার পানিরও সংকটও দেখা যায়।কিছু কিছু ড্রেনের উপর ময়লা আবর্জনা এতোটাই যে তার উপর দিয়ে মানুষজন চলাচল করলেও ঢেবে যায়না।সব মিলিয়ে এখানকার মানুষজন চরম দূর্ভোগে দিনাতিপাত করছে।প্রশাসনের সুনজর ও সাধারন মানুষের সচেতনতাই পারে এই এলাকাকে জলাবদ্ধতা থেকে মুক্তি দিতে।
পাঠকের মন্তব্য