আগামীকাল ঢাবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি উৎসব

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ (ডিইউসিএস) আগামীকাল ১৭ই মে, বুধবার আয়োজন করতে যাচ্ছে ‘আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি উৎসব ২০১৭’। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম বারের মতো এই আয়োজনে থাকছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ ঢাকা ও ঢাকার বাইরের অনেকগুলো সরকারী ও বেসরকারী বিশ্ববিদ্যালয় দলের পারফরমেন্স। এছাড়া থাকবে দেশসেরা আবৃত্তিশিল্পীদের আবৃত্তি পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা আ আ ম স আরেফিন সিদ্দিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বিশিষ্ঠ আবৃত্তিশিল্পী শিমুল মোস্তফা, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর সাবরিনা সুলতানা চৌধুরী, সাধারণ সম্পাদক রাহাবার আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সভাপতি আহসান রনি।

দুপুর ২টা থেকে টিএসসি মিলনায়তনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত দল তাদের আবৃত্তি পরিবেশন শুরু করবে। বিচারক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রফিকউল্লাহ খান এবং দেশসেরা আবৃত্তিশিল্পী শুক্লা দাশগুপ্ত ও মাহিদুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত সাংস্কৃতিক চর্চা এবং নানা সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি দেশে ও দেশের বাইরে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ কাজ করে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে।

সংস্কৃতির একটি বড় স্থান দখল করে রেখেছে সাহিত্য; বিশেষ করে কবিতা। কবিতা আবৃত্তি তরুণ প্রজন্মের মধ্যে একটি জনপ্রিয় সাংস্কৃতিক মাধ্যম। ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বিশ্বাস করে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সংস্কৃতি চর্চার অংশ হিসেবে খুবই গুরুত্বের সাথে আবৃত্তি চর্চা করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবৃত্তি প্রতিভা অবলোকন করতে এবং তরুণ প্রজন্মকে আবৃত্তি চর্চায় উদ্বুদ্ধ করে তোলার উদ্দেশ্যে আয়োজিত হতে যাচ্ছে “আন্তঃবিশ্ববিদ্যালয় আবৃত্তি উৎসব ২০১৭”।

দিনব্যাপী আয়োজনে থাকছে বিশ্ববিদ্যালয় দলগুলোর মধ্যে আবৃত্তি প্রতিযোগিতা, দেশসেরা আবৃত্তিশিল্পীদের আবৃত্তি পরিবেশনা, পুরস্কার ও সনদপত্র বিতরণ, আবৃত্তিশিল্পীদের মিলনমেলাসহ মনোমুগ্ধকর দলীয় আবৃত্তি পরিবেশনা। নানা আয়োজনে মুখরিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। আয়োজনটি সকলের জন্য উন্মুক্ত।

সর্বশেষ আপডেট: ১৬ মে ২০১৭, ১৯:২২
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন