আলোকযাত্রা হাজির হাট দলের বিশ্ব মা দিবস পালন

“মা” এক মধুর শব্দ! হৃদয়ের গহীনে মায়ের ভালোবাসাটুকু যেন কিছুর সঙ্গেই তুলনা করা যায় না। আর সেই ‘মা’কে ভালোবেসে উপকূল পড়ুয়াদের সংগঠন আলোকযাত্রা হাজির হাট দল পালন করেছেন বিশ্ব মা দিবস। ১৪ মে উপজেলার তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে বিকাল ৪টায় দিবসটি পালন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজন করা হয় মায়ের কাছে পত্র লিখন প্রতিযোগিতা ও আলোচনার অনুষ্ঠান। দিবস পালনের পরিকল্পনার অংশ হিসেবে মে মাসকেই নির্ধারণ করা হয় ‘বিশ্ব মা দিবস’ পালনের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা নিউজটোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বিশেষ অতিথি নর্দান বিশ্ববিদ্যালয়ের এলএলবির শিক্ষার্থী এমরান হোসাইন নিখিল, নোয়াখালী সরকারি কলেজের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ সানি, লক্ষ্মীপুর সরকারি কলেজের অর্নাস ২য় বর্ষের ছাত্রী ও স্থানীয় কেজি স্কুল শিক্ষিকা রোজিনা আক্তার।

একুশ শতকের কমলনগর প্রতিনিধি জুনাইদ আল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানটির সঞ্চালনা করেন আলোকযাত্রা হাজির হাট দলের দলনেতা-১ মোঃ ফজলে রাব্বি রবিন।

আলোচনা সভায় বক্তব্যে প্রধান অতিথি বলেন, মা” নামক এক অদম্য স্বপ্নের ফলেই আমরা পৃথিবীকে দেখতে পেয়েছি। এজন্য আমাদের প্রত্যেক মায়ের প্রতি খেয়াল রাখা উচিত।  আজকাল মায়ের প্রতি আমাদের নজরটা বাড়াতে হবে।  জীবনের প্রতিটি ক্ষেতে
মায়ের জন্য নিজের জীবনটাকে ত্যাগ করতে হবে।

এসময় পত্র লিখন প্রতিযোগিতায় ১ম ইসরাত জাহান শামীমা, ২য় সানজানা চৌধুরী সেহবা ও ৩য় রাবেয়া বসরিকে অতিথিদের হাত থেকে পুরস্কার দেওয়া হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরো যারা ছিলেন তারা হচ্ছেন, আলোকযাত্রা হাজির হাট দলের সদস্য আহমেদ রাসেল, সাইফ উদ্দিন সাইফ, মোঃ রাকিব হোসেন ও মোঃ মুরাদ হোসেন প্রমুখ।

সর্বশেষ আপডেট: ১৬ মে ২০১৭, ১৮:৫৭
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন