মানিকগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত

‘বাহিরে হয়ে এসো তুমি যে আছো অন্তরে’ এই গানকে ধারণ করে মানিকগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৬ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা-আবৃত্তি-সংগীত­­-নৃত্যাষ্ঠানের আয়োজন করা হয় ।

মঙ্গলবার (৯ মে) সন্ধ্যা ৭টায়, সাবিস মিলনায়তনে, সাংস্কৃতিক বিপ্লবী সংঘ (সাবিস)-এর আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সাবিসের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম ফারুকের সভাপতিত্বে কবিগুরুর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে প্রবন্ধ পাঠ করেন প্রফেসর উর্মিলা রায় ।

এছাড়াও আলোচনা সভায় বক্তব্য রাখেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জেলা শাখার সভাপতি এ্যাড. দীপক কুমার ঘোষ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পি.পি আব্দুস সালাম । কবি সিদেশ্বর মজুমদার ও বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন পান্নু প্রমুখ ।

আলোচনা সভা শেষে আবৃত্তি, সংগীত, নৃত্য পরিবেশনা করেন সাবিসের শিল্পীবৃন্দ ।

সর্বশেষ আপডেট: ১০ মে ২০১৭, ১০:০৫
এম আর লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন