স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে মাইক্রোসফট টেকনোলজি ডে পালিত

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে মাইক্রোসফট টেকনোলজি দিবস পালিত।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে মাইক্রোসফট টেকনোলজি দিবস পালিত।

রাজধানীর স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে পালিত হয়েছে মাইক্রোসফট টেকনোলজি দিবস। রবিবার (৭ই মে) স্টামফোর্ড ইউনিভার্সিটির  সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে অনুষ্ঠিত হল ‘মাইক্রোসফট টেকনোলজি ডে ২০১৭’ । দুপুর একটা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে তিনটায় শেষ হওয়া অনুষ্ঠানটি যৌথ ভাবে আয়োজন করে ভার্সিটির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট ( সিএসই ) এবং মাইক্রোসফট প্রতিষ্ঠান ।

মাইক্রোসফট প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধিদের মধ্যে ছিলেন, মাইক্রোসফটের ডিএক্স ইন্টার্ন নাকিব জুরিস ও আনিক রয় , লিড সফট বাংলাদেশ লিমিটেড এর এজিএম নিজাম ফরিদ আহমেদ, লিড সফট বাংলাদেশ লিমিটেড এর সিনিয়র সফটওয়্যার আর্কিটেক্ট মেহেদী হাসান এবং ইন্সাইট ইন টেকনোলজির সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার শাহরিয়ার হোসাইন । তারা মাইক্রোসফট ইমাজিন (সফটওয়্যার লাইসেন্সিং প্রোগ্রাম ) এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা করেন মাইক্রোসফট ইমাজিন এর ব্যবহার পদ্ধতি, শিক্ষা এবং গবেষণার বিভিন্ন ক্ষেত্র এবং বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ।

এর আগে শুভেচ্ছা বক্তব্যে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির সিএসই ডিপার্টমেন্টের চেয়ারমেন ড. কামরুদ্দিন নূর অডিয়েন্সের সামনে ডিপার্টমেন্টের বিভিন্ন তথ্য তুলে ধরেন এবং মাইক্রোসফট কে তাদের লাইসেন্স প্রদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানান। এসময় আরো উপস্থিত ছিলেন ডিপার্টমেন্টের সকল শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষার্থী বৃন্দ।

উল্লেখ্য, কিছুদিন আগেই মাইক্রোসফট স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এর সিএসই ডিপার্টমেন্টকে তাদের বিনামূল্যে মাইক্রোসফট ইমাজিন লাইসেন্স প্রদান করেছে। যা শুধু বিশ্বের শীর্ষ-স্থানীয় ইউনিভার্সিটি গুলোকে শিক্ষা ও গবেষণার জন্য ফ্রি প্রিমিয়াম সফটওয়্যার লাইসেন্স দিয়ে থাকে ।

সর্বশেষ আপডেট: ৮ মে ২০১৭, ০১:০৩
মামুনুর রশিদ
ক্যাম্পাস প্রতিনিধি, ষ্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়, সিদ্ধেশ্বরী শাখা

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন