মানিকগঞ্জে সড়ক দূর্ঘটনায় পরবর্তী ব্যবস্থাপনায় সেচ্ছাসেবকদের মৌলিক প্রশিক্ষণ আয়োজন করেছে বেসরকারি সংস্থা ট্রমালিংক । শনিবার (৬ মে) দিনব্যাপি সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত, মানিকগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ উদ্বোধন করেন গোলড়া হাইওয়ে থানার ওসি হাবিবুরর রহমান ।
এছাড়াও উপস্থিত ছিলেন, ট্রমালিকংক এর প্রোগ্রাম ম্যানেজার অরুপ সাহা, ফিল্ড আফিসার লাল বাহাদুর সাহা, সালাউদ্দিন আহমেদ প্রমুখ ।
গোলড়া থেকে মহাদেবপুর হাইওয়ে সড়কের আশে-পাশের ১৫জন সেচ্ছাসেবকদেরকে সড়ক দূর্ঘটানা পরবর্তী ব্যবস্থাপানায় মৌলিক প্রশিক্ষণ দেয়া হয় । প্রশিক্ষণের মাধ্যমে অগ্রাধিকারের ভিত্তিতে মৌলিক প্রাথমিক চিকিৎসা এবং দূর্ঘটানায় পরবর্তী করণীয় সম্পর্কে বুঝানো হয় । উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন, ডা. সাবা আল সালেম ।
ফিল্ড আফিসার লাল বাহাদুর সাহার কাছ থেকে জানা গেছে, চলতি মাসে এই প্রশিক্ষণ বাদেও আরও ৬টি প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে ।
পাঠকের মন্তব্য