স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিশ্ব-সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী কার্যক্রমের শুভ উদ্বোধন

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল বিশ্ব-সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর কার্যক্রমের শুভ উদ্বোধন।
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল বিশ্ব-সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর কার্যক্রমের শুভ উদ্বোধন।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি সাহিত্য ফোরাম এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে অনুষ্ঠিত হল বিশ্ব-সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর কার্যক্রমের শুভ উদ্বোধন। বুধবার (৩ই মে) বিকেল তিনটায় ধানমন্ডি ক্যাম্পাসের সামনে অনুষ্ঠিত হয় আয়োজনটি। এতে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়।

উপস্থিত শিক্ষকেরা বই পড়ার উপর গুরুত্বারোপ করে বলেন, ‘বই হচ্ছে মনের খোরাক। একটি ভালমানের বই মানুষকে যেমনি আলোকিত করে তেমনি চিন্তার পরিধিকে বর্ধিত ও যুক্তিকে শাণিত করে’।

তারা আরো বলেন ‘নিঃসন্দেহে এটা একটা ভাল উদ্যোগ যে বিশ্ব-সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর গাড়ী আসবে স্টামফোর্ডের ক্যাম্পাসে’।

এ সময় উপস্থিত ছিলেন সাহিত্য ফোরাম এর কো-অর্ডিনেটর এবং ইইই ডিপার্টমেন্টের শিক্ষক মোকাররম হোসাইন চৌধুরী, ভার্সিটির ইংরেজি ডিপার্টমেন্টের সহযোগী অধ্যাপক এবং স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক শেখ নাহিদ নিয়াজী, অর্থনীতি ডিপার্টমেন্টের সিনিয়র লেকচারার মোহসিন কবির, ল-ডিপার্টমেন্টের এসিস্টেন্ট প্রফেসর ব্যারিষ্টার শুভ্রা চৌধুরী এবং বিবিএ ডিপার্টমেন্টের এসিস্টেন্ট প্রফেসর জয়নাল আবেদিন সহ সাহিত্য ফোরামের সকল সদস্য ও সাধারন শিক্ষার্থীবৃন্দ।

ভ্রাম্যমান লাইব্রেরীর গাড়িটি প্রতি বুধবার বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ক্যাম্পাসের সামনে অবস্থান করবে। এছাড়া সিদ্ধেশ্বরী ক্যাম্পাসেও সাহিত্য ফোরাম এর উদ্যোগে বিশ্ব-সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর আরেকটি গাড়ি অবস্থান করে প্রত্যেক বুধবার দুপুর আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত।

সর্বশেষ আপডেট: ৪ মে ২০১৭, ০০:১৪
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন