মানিকগঞ্জে ম্যাটস্‌ শিক্ষার্থীদের ৪ দফা দাবীতে আলোর মিছিল

মানিকগঞ্জে ম্যাটস্‌ শিক্ষার্থীদের ৪ দফা দাবীতে আলোর মিছিল।
মানিকগঞ্জে ম্যাটস্‌ শিক্ষার্থীদের ৪ দফা দাবীতে আলোর মিছিল।

মানিকগঞ্জে ম্যাটস্‌ শিক্ষার্থীরা উচ্চ শিক্ষাসহ ৪ দফা দাবীতে আলোর মিছিল করেছে। বুধবার (৩ মে) সন্ধ্যা ৭ টায় বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্টস এ্যাসোসিয়েশন (ম্যাটস্‌ শিক্ষার্থীদের সংগঠন) মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে আলোর মিছিল নিয়ে মানিকগঞ্জ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ ( বিজয় মেলা মাঠ) এর শহীদ মিনার প্রাঙ্গনে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় ।

সমাবেশে শিক্ষার্থী সমন্বয়ক মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আন্দোলনকারী শিক্ষার্থী মো. প্রতীক হাসান, নাজমুল হাসান, মো. রফিক প্রমুখ ।

বক্তারা সরকারের কাছে দাবী করেন,
১. ম্যাটস্‌ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করতে হবে।
২. মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে।
৩. শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
৪. ইন্টার্নশীপ ভাতা প্রদান করতে হবে।

আন্দোলন সমন্বয়ক মোসলেম উদ্দিন একুশশতককে বলেন, আমাদের দাবি যে পর্যন্ত প্রতিষ্ঠিত হবে না, সে পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে ।
এরপর পুলিশের বাধা মুখে আন্দোলনকারী শিক্ষার্থীরা সমাবেশ সমাপ্ত করতে বাধ্য হয় ।

সর্বশেষ আপডেট: ৩ মে ২০১৭, ২৩:৩৩
এম আর লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন