উপকূলের মেধাবীদের পাশে কোস্টালবেল্ট এডুকেশন ট্রাষ্ট

বিদ্যা অর্জনে দরিদ্রতা কোন বাধাঁ নয় - শ্লোগানকে ধারন করে ২০১৫ সাল থেকে উপকূলবর্তী জেলা বরগুনায় সমাজের আলোকিত মানুষ ও স্কুল শিক্ষার্থীদের নিয়ে ব্যতিক্রমধর্মী কার্যক্রম শুরু করেছেন কোস্টালবেল্ট এডুকেশন ট্রাষ্ট ফান্ড। সম্প্রতি ২টি শিক্ষা প্রতিষ্ঠানে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সৃজনশীল মেধাবিকাশে ৫০ জন মেধাবি ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রতিষ্ঠানটি।

এই প্রথম কোন স্বেচছাসেবি প্রতিষ্ঠান পায়রা নদীকুলবর্তী তালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাইনসামের্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ ও মনযোগ বাড়াতে এ রকম একটি মহতি উদ্যোগ গ্রহন করেন। জীবনের প্রথম কোন মেধার স্বীকৃতি স্বরুপ পুরুস্কার ও শিক্ষা উপকরণ পেয়ে আনন্দিত উপকূলবর্তী মেধাবি পড়ুয়ারা । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরগুনার এম বালিয়াতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ শাহনেওয়াজ সেলিম।তিনি বলেন- এই উদ্যেগটি উপকূল অঞ্চলের জন্য শিক্ষাকে এগিয়ে নিতে সহায়ক ভুমিকা পালন করবে । তিনি প্রতিষ্ঠানের কর্মকান্ডকে চলমান রাখতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষা উপকরণ প্রাপ্ত ছাত্র রাসেল বলেন- শিক্ষার আলো ছড়াতে আমাদের পাশে এই ধরনের একটি প্রতিষ্ঠান কাজ করে যাচেছ, ফলে আমাদের লেখা পড়া করতে আর বাধা থাকবেনা ।

তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুন্সি একে এম শাহ-নেওয়াজ বলেন, অনেকেই তার অতীতকে মনে রাখেনা, গ্রাম থেকে শহরমুখী মানুষ গুলো ব্যস্ত নিজেদের সংসার নিয়ে কিন্তু ট্রাস্ট এর প্রতিষ্ঠাতা মো: তৈয়বুর রহমান তিনি পেশায় একজন উন্নয়ন কর্মী হলেও বিদ্যা অর্জনে দরিদ্রতা কোন বাধাঁ হতে পারেনা তা তিনি নিজেকে দিয়ে প্রমান করে উপকূল অঞ্চলে উদাহরণ সৃষ্টি করেছেন।তাই আমাদের উচিৎ এই রকম একটি মহতি কাজে সহযোগিতা করা ।

সর্বশেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৭, ২০:৩৮
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন