স্বরচিত্র পরিবারের র্বষবরণ

আবৃতি শিল্পি মাহদিুল ইসলামের সভাপতিত্বে স্বরচিত্র পরিবারের র্বষবরণ।
আবৃতি শিল্পি মাহদিুল ইসলামের সভাপতিত্বে স্বরচিত্র পরিবারের র্বষবরণ।

নাচ গান এবং আবৃতি আয়োজনে বাংলা নতুন বছর বরণ করলো আবৃতি সংগঠন স্বরচিত্র। শুক্রবার সকাল ১০ রাজধানীর শিল্পকলা একাডেমি স্টুডিও থিয়েটার হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিষ্ঠাতা পরচিালক মাহদিুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থতি ছিলেন সহ সভাপতি কানজি ফাতমো মুন, সাংগঠনিক সম্পাদক আসফি আরমান, বিশেষ অতিথি আর জে রাইসা, লেখক কামরুল, সাংবাদিক আহসান হাবিব রাসলে এবং সংগঠনের প্রাক্তন ও নবীন সদস্যরা।
প্রতিবারের মত নতুন কাপড়ের বৈশাখী সাজে আসা সকল সদস্যদের মধ্য থেকে নির্বাচন করা হয় শ্রেষ্ঠ  বৈশাখী সুন্দর-সুন্দরী।  বৈশাখী সাজে মাটি ও জাহিদকে নির্বাচিত করেন মাহিদুল ইসলাম। আঞ্চলিক ভাষায় কবতিা আবৃতি, কৌতুক, নৃত্য আনন্দে মতেে উঠে উপস্থিত র্দশক। ফ্যাশন শো, দুপুরের ভোজ এবং ফটো সেশনের মধ্যদিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

সর্বশেষ আপডেট: ১৫ এপ্রিল ২০১৭, ২২:৪৮
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন