বৈশাখি সাজে রাঙাতে প্রথমবারের মত মানিকগঞ্জে আয়োজন করা হয়েছে বৈশাখি রঙের মেলা ।
মানিকগঞ্জ শহরে সাবিস মিলনায়তনে, শঙ্খনীল, দেশীয়া, বন্ধুতা ও মার্তৃ মোট ৪টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে, ‘বুটিক হাউজের’ উদ্যোগে, ৮ এপ্রিল (শনিবার) থেকে ১৩ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত ৫দিনব্যাপি রঙের মেলা আয়োজন করা হয়েছে ।
চতুর্থ দিন (বুধবার) মেলায় গিয়ে দেখা গেছে, মেলায় ক্রেতা ও গ্রাহকদের জন্য রয়েছে, থ্রি-পিচ, আনস্টিচ্ থ্রি-পিচ, পাঞ্চাবী, বাচ্চাদের পোশাক, সিঙ্গেল কামিজ, শাড়ি, ফতুয়া, বৈশাখি অলঙ্কার প্রভূতি ।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠান মার্তৃ’র মালিক শ্যামল কর্মকার বলেন, বৈশাখ আমাদের বাঙালীর হাজার বছরের ঐতিহ্য বহন করে । বৈশাখকে নানা রঙে সাজাতে আমাদের এই উদ্যোগ ।
পাঠকের মন্তব্য