নোয়াখালী বিভাগের দাবিতে লক্ষ্মীপুরে গণস্বাক্ষর

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে লক্ষ্মীপুরে গণস্বাক্ষর।
নোয়াখালীকে বিভাগ করার দাবিতে লক্ষ্মীপুরে গণস্বাক্ষর।

নোয়াখালী অঞ্চল বাংলাদেশের একটি সুপরিচিত অঞ্চল। রাষ্ট্র পরিচালনায় এ অঞ্চলের কৃতি সন্তানদের বিশেষ ভূমিকা থাকা সত্বেও নোয়াখালী নামে বিভাগ নিশ্চিত না হওয়াতে দাবি আদায়ে পিছু হটছেন না বৃহত্তর নোয়াখালীর মানুষরা। আর তাদের দাবিকে আরো জোরালো ভাবে তুলে ধরার জন্য মাঠে নেমে কিছু সামাজিক সংগঠন। যাদের মধ্যে ধ্রুবতারা, বি কে বি ক্লাব কার্যক্রম শুরু করেছে বৃহত্তর নোয়াখালীর অংশ বিশেষ লক্ষ্মীপুর জেলাতেও। তারই ধারাবাহিকতায় ৮-২০ এপ্রিল পর্যন্ত গনসাক্ষর অভিযান শুরু করেছে সংগঠন দু’টি জেলা শহরের প্রাণকেন্দ্রে ৮ই এপ্রিল রোজ শনিবার সকাল ১০টায় বালিকা বিদ্যা নিকেতনে নোয়াখালী বিভাগ বাস্তবায়নে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করে।

এসময় লক্ষ্মীপুর জেলা শিক্ষক পরিষদের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য ফরিদা ইয়াসমিন লিকা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ধ্রুবতারার জেলা সভাপতি এ কিউ এম সাহাবুদ্দিন, সহ-সভাপতি কাজী ওসামান মোর্শেদ, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু, বি.কে.বি. সভাপতি ইসমাইল খাঁন সুজন, আরও উপস্থিত ছিলেন, ধ্রুবতারার সদস্য তকি উদ্দিন আকরাম, সৈকত হোসেন, বি কে বি সদস্য রিফাত হোসেন, রিয়াদ হোসেন, নোয়াখালী পেইজ এর যুগ্ন-আহবায়ক মিজানুর রহমানসহ প্রমুখ।

প্রধান অতিথি ফরিদা ইয়াসমিন লিকা তার বক্তৃতায় বলেন যতদিন পর্যন্ত নোয়াখালী বিভাগের দাবি পুরণ না হবে ততদিন পর্যন্ত দাবি অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন, এবং বক্তারা আরও বলেন নোয়াখালী বিভাগ আমাদের প্রাণের দাবি , আমরা প্রধানমন্ত্রীর কাছে আহবান করি নোয়াখালী বিভাগের জন্য।

এ প্রসঙ্গে কথা হয় ধ্রুবতারা জেলা সাধারণ সম্পাদক মোঃ ইছমাইল হোসেন বাবুর সঙ্গে। একুশ শতককে তিনি বলেন, .নোয়াখালী বিভাগ বাস্তবায়নে ক্রমান্বয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গণ স্বাক্ষর কার্যক্রম চলবে আগামী ২০ এপ্রিল পর্যন্ত। আমরা আশা রাখি এ যুগান্তকারী পদক্ষেপটি বেশ কার্যকরী ভূমিকা পালন করবে।

সর্বশেষ আপডেট: ৯ এপ্রিল ২০১৭, ২১:০৬
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন