স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একযুগ

সাংবাদিকতা শিক্ষায় এক যুগপূর্তি উদযাপন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ। এ উপলক্ষে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির ধানমণ্ডি ক্যাম্পাসে কেক কাটেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম ফিরোজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান, শিক্ষকবৃন্দ এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

পরে এক আলোচনায় উপাচার্য ড. এম ফিরোজ আহমেদ বলেন, সাংবাদিকতার মান উন্নয়নে প্রাতিষ্ঠানিক শিক্ষা খুব প্রয়োজনীয়। তিনি আশা প্রকাশ করেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও রাখবে।

উল্লেখ্য, ২০০৫ সাল থেকে যাত্রা শুরু করা এই বিভাগের শিক্ষার্থীরা এখন দেশি-বিদেশি গণমাধ্যম, জনসংযোগ, উন্নয়ন ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে সাফল্যের সঙ্গে কাজ করছেন।

সর্বশেষ আপডেট: ৮ এপ্রিল ২০১৭, ২২:৫০
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন