মানিকগঞ্জে প্রগতি লেখক সংঘের প্রথম সম্মেলন অনুষ্ঠিত

কবি-লেখকদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

৭ই এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায়, আফরোজা রমাজান বালিকা উচ্চ বিদ্যালয় বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় । উদীচী শিল্পীগোষ্ঠীর জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে জাতীয় ও দলিও পতাকা উত্তলণ করে ।

এর পর একটি শোভাযাত্রা মানিকগঞ্জ শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে । আফরোজা রমজান বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয় ।

প্রগতি লেখক সংঘের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক শ্যামল কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ । এড়াও বক্তব্য রাখেন কবি সাখাওয়াত টিপু, লেখক আকমল হোসেন, বীরমুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম আরজু প্রমুখ ।

আলোচনার ফাকে-ফাকে কবিতা আবৃত্তি, গান ও পুথি পাঠ করেন মানিকগঞ্জের বিভিন্ন উপজেলার প্রগতি লেখক সংঘের সদস্যবৃন্দ ।
সবশেষে কাউন্সিল অধিবেশনে লেখক শ্যামল কুমার সরকারকে সভাপতি এবং মো. নজরুল ইসলামকে সাধারণ করে ২৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রগতি লেখক সংঘ মানিকগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয় ।

নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্যপাঠ করান বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কবি সাখাওয়াত টিপু ।

সর্বশেষ আপডেট: ৭ এপ্রিল ২০১৭, ২২:৩৫
এম আর লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন