কমলনগরে অস্বাস্থ্যকর পরিবেশে তিন শতাধিক পরিবারের বসবাস

লক্ষীপুর কমল কমলনগরের মতিরহাট কলোনীতে অস্বাস্থ্যকর পরিবেশে বসাবস করছে তিন শতাধিক পরিবার। একটি বেসরকারি উন্নয়ন সংস্থার অর্থায়নে গড়ে উঠা কলোনীতে তিনশ পরিবারের প্রায় হাজার খানেক মানুষের বাস।
কমলনগরের ১নং চর কালকিনি ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ে অবস্থিত মতিরহাট কলোনীটি ২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় জাগরণ উপকূলীয় পুর্নবাসন উন্নয়ন সংগঠণের উদ্যোগে বাংলাদেশ সরকার, ডানিডা ও কোডেক এর সহযোগিতায়।

মতিরহাট কলোনীতে প্রথম থেকেই বসবাস করছে ফিরোজ আলম(৩৫)। তিনি জানান, আমাদের ঘরগুলো ভাঙ্গা, নেই কোন উন্নতমানের টয়লেট, প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা থেকেও আমরা বঞ্চিত।”
এ ব্যাপারে স্থানীয় লক্ষ্মীপুর সরকারি কলেজ শিক্ষার্থী সরোয়ান জাহান (২৫) জানান, ‘কলোনীর অস্বাস্থ্যকর অবস্থা যেন দুর্ভিক্ষের ইঙ্গিত। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এই পাঁচটি মৌলিক অধিকারের সংকট এখানে চোখে পড়ার মতো।’

তথ্য সংগ্রহকালে আরো চোখে পড়ে, ভাঙ্গা কিংবা বিধ্বস্ত টয়লেট। কলোনীর দুর্গন্ধে বিপর্যয় পরিবেশের কারণে আশপাশের মানুষ যেন চরম বিপাকে। স্যানিটেশন ব্যবস্থার চরম অবনতি, পুষ্টিতে
ভোগছে কলোনীতে বসাবস করা অধিকাংশ শিশুরা। নজরে পড়ে, একটি ফার্মেসী। সীমিত আয়ের মানুষগুলোর পক্ষে সম্ভব হচ্ছে না পরিবারের সদস্যদের ঔষুধের চাহিদা মিটানো।
এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোঃ ছায়েফ উল্লাহ বলেন, কলোনীতে নলকূপ সংকট দেখা দিলে একটি গভীর নলকূপের ব্যবস্থা করি। কিছু দিনের মধ্যে একটি বড় ধরণের টয়লেট স্থাপনের পরিকল্পনা রয়েছে। কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান
মোল্লা এ সম্পর্কে বলেন, বিষয়টি খুবই দুঃখ জনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের
সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ মাসুদুর রহমান মোল্লা একুশ শতকে বলেন, বিষয়টি খুবই মারাত্মক ও দুঃখজনক। কিছু দিনের মধ্যে স্যানিটেশন প্রকল্পের মাধ্যমে গভীর নলকূপ ও টয়লেট স্থাপনের ব্যবস্থা করা হবে।

সর্বশেষ আপডেট: ৬ এপ্রিল ২০১৭, ০০:৩৬
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

সর্বশেষ আপডেট


বিনোদন