অগ্নিকান্ডে লক্ষ্মীপুরের রসূলগঞ্জের ৫ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর সদরের রসুলগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই।
লক্ষ্মীপুর সদরের রসুলগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই।

লক্ষ্মীপুর সদরের চর রুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (৪ই এপ্রিল) এই অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকা ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা।

স্থানীয়রা জানান, সকালে রসুলগঞ্জ বাজারের সোহেলের সামিয়া হোটেলে আগুন দেখতে পায় দোকানীরা। পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তৎক্ষণে সামিয়া হোটেল, ফেবার বস্ত্র বিতান, কালার প্যালেস, সামিয়া স্টোর সম্পূর্ন পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক ফরিদ আহমদ চৌধুরী একুশ শতককে বলছিলেন, কি কারণে আগুনের সুত্রপাত হয়েছে তা জানা যায়নি, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিক ক্ষয় ক্ষতির পরিমান নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানালেন এ কর্মকর্তা।

সর্বশেষ আপডেট: ৪ এপ্রিল ২০১৭, ২২:২২
জুনাইদ আল হাবিব
কমলনগর প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন