রাশিয়ার পাতাল রেলে বিস্ফোরণে নিহত ১০

রাশিয়ার পাতাল রেলে সন্ত্রাসী হামলায় নিহত ৯, আহতের সংখ্যা ৪৭।
রাশিয়ার পাতাল রেলে সন্ত্রাসী হামলায় নিহত ৯, আহতের সংখ্যা ৪৭।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের দুটো পাতাল রেল স্টেশনের মাঝামাঝি জায়গায় এক বিস্ফোরণে এখন পর্যন্ত ১০ জনের মত যাত্রী মারা গেছে। রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভিয়েদফ বলেছেন এটি সন্ত্রাসী হামলা। খবর বিবিসি।

প্রাথমিকভাবে বলা হচ্ছিলো দুটো বিস্ফোরণ হয়েছে। সে সময় শহরের গভর্নরের মুখপাত্র রুশ বার্তা সংস্থা ইন্টার-ফ্যাক্সকে জানান অন্তত ১০ জন মারা গেছে এবং ৫০ জনের মত আহত হয়েছে। তবে পরে রুশ সন্ত্রাস বিরোধী কমিটির প্রধান জানান, নয় জন মারা গেছে এবং আহত হয়েছে ২০জন। তবে রুশ স্বাস্থ্য বিভাগ বলছে আহতের সংখ্যা ৪৭।
স্থানীয় সময় বেলা ২-৪০ এ এই বিস্ফোরণ হয়। অন্য একটি স্টেশনে একটি হাতবোমা নিষ্ক্রিয় করা হয়। প্রেসিডেন্ট পুতিন আজ সকালেও সেন্ট পিটার্সবার্গে ছিলেন । বিস্ফোরণের পর মি পুতিন বলেন এটি সন্ত্রাসী হামলা হতে পারে, তবে অন্যান্য কারণও দেখা হচ্ছে। তবে তার প্রধানমন্ত্রী পরে বলেন এটি ছিল সন্ত্রাসী হামলা।

সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা পার্থ সারথি সূত্রধর বিবিসি বাংলাকে জানিয়েছেন, স্টেশন দুটো খুবই ব্যস্ত থাকে। পিক আওয়ার অর্থাৎ অফিসের সময়ে এই বিফোরণ হলে হতাহতের সংখ্যা অনেক বাড়তো হয়তো। তিনি বলেন, গত ৫০ বছরে এই শহরের পাতাল রেলে কখনই কোনো হামলা হয়নি। “ফলে জনমনে এক ধরণের প্যানিক তৈরি হয়েছে।”
সেন্ট পিটার্সবার্গের পাতাল রেল ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে মস্কো মেট্রোর কর্মকর্তারা জানিয়েছেন তারা অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। ব্যস্ততার দিক দিয়ে সেন্ট পিটার্সবার্গ বিশ্বে ১৯তম। গড়ে প্রতিদিন ২০ লাখ মানুষ এখানকার পাতাল রেলে যাতায়াত করে।

সর্বশেষ আপডেট: ৫ এপ্রিল ২০১৭, ০০:৩২
অনলাইন ডেস্ক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন