”নদী বাঁচাও-বাঁচাও প্রাণ-প্রকৃতি-নদীর প্রাণ রক্ষা চাই” প্রতিপাদ্য ধারণ করে মানিকগঞ্জে নদী সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৩ই এপ্রিল) মানিকগঞ্জ সাবিস মিলনায়তনে অনুষ্ঠিত হয় নদী সম্মেলন-২০১৭। দিনব্যাপি এই সম্মেলন উদ্বোধন করেন মানিকগঞ্জ পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা গাজী কামরুল হুদা সেলিম। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আজহারুল ইসলাম আরজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট দীপক কুমার ঘোষ, এছড়াও বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক গোলাম ছারোয়ার ছানু, বিমল রায়, শাহীনুর রহমান, আব্দুল হামিদ, চেয়ারম্যান জাকির হোসেন, জাহাঙ্গির আলম বিশ্বাস, কৃষক ইমান আলী, কিষানী রোকেয়া বেগম প্রমুখ ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, শুকিয়ে যাওয়া, পানিহীন মরা নদীর তীরে কেমন কঠিন জীবন নিয়ে বেঁচে আছে জনজীবন। নদী নেই-পানি নেই, পেটে ভাত নেই। আবার অপরিকল্পিত নদীর বুকথেকে বালু উত্তোলন করে ফসলি জমি এবং বাড়ী-ঘর ভেঙ্গে নদী গর্ভে বিলিন হয়ে গৃহহীন হচ্ছে।
এছাড়াও বক্তরা, নদী দখল -দূষণ -ভরাট যারা করেন তাদের মানুষ হত্যাকারী বলে চিহ্নিত করেন এবং মানিকগঞ্জে বুকচিরে বয়ে যাওয়া ধলেশ্বরী, কালীগঙ্গা, গাজীখালি, ইছামতি, পদ্মা, যমুনা, ক্ষিরাই, কান্তাবতি সহ সকল নদী বাঁচানো এবং খনন করা দাবী করেন।
এছাড়াও বক্তারা, নদী রক্ষার দাবীকে জাতীয় পর্যায়ে তুলে ধরার ঘোষণা দেন। একই সাথে এ মাসের শেষে রোজার আগে আকিজ পার্টিক্যাল কর্তৃক কালীগঙ্গা দখল ও বায়ূ দূষনের বিরুদ্ধে তরা ব্রীজের উপর মানববন্ধন করার ঘোষণা দেন।
পাঠকের মন্তব্য