যুব সংসদ অধিবেশনে খাদ্য ও কর্ম অধিকার নিশ্চিত করার দাবি

সারা দেশের যুব প্রতিনিধির অংশগ্রহনে শেষ হয়েছে যুব ছায়া সংসদের পঞ্চম অধিবেশন। ২৩ মার্চ ২০১৭ তারিখে স্বেচ্ছাসেবী সংস্থা হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং যুব সংগঠন ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার এর আয়োজনে এবং ২৮ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ আয়োজনে ‘খাদ্য অধিকার অর্জনের লক্ষ্যে কর্ম অধিকারের নিশ্চয়তা চাই’ এই দাবীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘যুব ছায়া সংসদ’ এর ৫ম অধিবেশন অনুষ্ঠিত হয়।

আয়োজিত যুব ছায়া সংসদ অধিবেশনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নূরুল ইসলাম ওমর, এমপি; সরকারদলীয় সংসদ সদস্য কবি কাজী রোজী এমপি; সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে. চৌধুরী; আরটিএম ইন্টারন্যাশনাল এর সভাপতি ও রূপালী ব্যাংক এর সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ ডঃ আহমেদ আল কবির; বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক; । অধিবেশনে সভাপতিত্ব করেন খাদ্য অধিকার বাংলাদেশ এর সহ সভাপতি প্রকৌশলী মুহম্মদ হিলালউদ্দিন।

‘খাদ্য অধিকার’ জনগণের সাংবিধানিক অধিকার। কর্মের অধিকার মানুষের খাদ্য অধিকার এর সাথে ওতোপ্রোতভাবে সম্পর্কিত। বাংলাদেশের মহান সংবিধানের ধারা ১৫ (ক), ১৫(খ), ২০, ২৯ (ক) অনুযায়ী জনগণের খাদ্য প্রাপ্তির অধিকার এবং কর্মের অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব। প্রাকৃতিক দুর্যোগসহ নানাবিধ কারণে বাংলাদেশে বহু মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত নয়। অন্যদিকে বেকারত্ব, মজুরী বৈষম্য ইত্যাদি বহুবিধ কারণেও মানুষের দারিদ্র্য বিরাজমান। বর্তমান সরকারের সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে দারিদ্র্য অবসান এবং কর্মসংস্থান সৃষ্টিতে সুস্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। তথাপি দেশের যুব সমাজ মনে করে সকলের জন্য মর্যাদাপূর্ণ কাজের সুযোগ সৃষ্টির মাধ্যমে খাদ্য অধিকার নিশ্চিত করা সম্ভব।

‘খাদ্য অধিকার নিশ্চিতকরণের সাথে অতোপ্রতভাবে সর্ম্পকিত কর্ম অধিকারের বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে আয়োজিত যুব ছায়া সংসদে দেশের ৩০০ নির্বাচনী এলাকার প্রতিনিধি হিসেবে ৩০০ জন যুবক (২৫ বছরের নীচে) অংশ নিয়েছে এবং কয়েকজন বিষয়বস্তুর উপরে জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি অনুসরণ করে সংসদীয় রীতিতে বক্তব্য উপস্থাপন করেন এবং যুব সমাজের পক্ষ থেকে তাদের দাবী সমূহ তুলে ধরেন। যুব ছায়া সংসদ সদস্যবৃন্দ যুক্তি তর্ক উপস্থাপনের মধ্যে দিয়ে নিন্মোক্ত প্রস্তাবসমূহ সর্বসম্মতিক্রমে পাশ করে এবং নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষন করেন।
(ক) আত্মকর্মসংস্থানে সহায়ক ‘কর্মমুখী কারিগরী শিক্ষা’ বিস্তারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
(খ) জনগণের খাদ্য অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কৃষিখাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট প্রণয়ন করতে হবে।
(গ) বিদেশে কর্মসংস্থানে সহায়ক জনশক্তি গড়ে তোলার জন্য বিশেষ উদ্যোগ ও কর্মসূচী গ্রহণ করতে হবে।
(ঘ) কর্মসংস্থান সৃষ্টি ও খাদ্য অধিকারের সাথে সামঞ্জস্যপূর্ণ বিনিয়োগ নীতি অনুসরণ করতে হবে।
(ঙ) কর্ম অধিকার নিশ্চিত করার সুস্পষ্ট বিধানসহ অবিলম্বে খাদ্য অধিকার আইন প্রণয়ন করতে হবে।

এই অধিবেশনে বিভিন্ন পেশার আরও প্রায় ১৫০ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় যুব ছায়া সংসদ অধিবেশনে গৃহীত প্রস্তাবনা ও সুপারিশ পরবর্তিতে সংকলিত করে সরকারের নীতি-নির্ধারণী মহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হবে।

সর্বশেষ আপডেট: ২৪ মার্চ ২০১৭, ০১:১৯
ছাইফুল ইসলাম মাছুম
ষ্টাফ করেসপন্ডেন্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন