সন্ধ্যার পর ছাত্রীদের চিকিৎসা দেবেনা চবি মেডিকেল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) মেডিকেল সেন্টারে ছাত্রীদের চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে নতুন করে শিডিউল ঠিক করা হয়েছে। বিশেষ প্রয়োজন ছাড়া সন্ধ্যা ৬টার পর কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা দিবেন না কোন ছাত্রীকে। সোমবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুল হুদা স্বাক্ষরিত চিকিৎসা সংক্রান্ত এক জরুরী বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের মৌখিক নির্দেশে চবি মেডিকেল সেন্টারে কর্মরত মহিলা ডাক্তারগণ সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ছাত্রী রোগী দেখবেন। এ সময়ের পরে কোন ছাত্রীর চিকিৎসার প্রয়োজন হলে ওই হলের প্রভোস্টের অনুমতি সাপেক্ষে আবাসিক শিক্ষককে সাথে নিয়ে চিকিৎসা কেন্দ্রে যেতে হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের (ভারপ্রাপ্ত) প্রধান মেডিকেল অফিসার মো: আবু তৈয়ব একুশ শতককে বলেন,“বিশ্ববিদ্যালয় উপাচার্যের নির্দেশে রোগী দেখার এমন নিয়ম কার্যকর করা হয়েছে। যদি কোন নারী শিক্ষার্থী প্রয়োজনে চিকিৎসা নিতে চায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট হলের আবাসিক শিক্ষককে সাথে নিয়ে আসতে হবে।”
গত ১০ মার্চ চবি মেডিকেল সেন্টারের এক ডাক্তারের হাতে যৌন হয়রানির অভিযোগ পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গতকাল ১৯ মার্চ আন্দোলনকারী শিক্ষার্থীরা যৌন হয়রানীর অভিযোগে অভিযুক্ত ডাক্তারের শাস্তি দাবী করে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দেয়।

সর্বশেষ আপডেট: ২১ মার্চ ২০১৭, ০৫:৫৪
মাকসুদুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন