“আলোকযাত্রা” দল উপকূল পড়ুয়াদের লেখালেখি সংগঠণ। পড়ুয়ারা এখানে লিখে নিজের জগত সম্পর্কে। দলগতভাবে চারপাশের অজানা বিষয়ে লেখালেখি করে তথ্যে সমৃদ্ধ হয়ে বিকশিত হচ্ছে শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে থাকা সুপ্ত প্রতিভার। সৃজনশীল মেধার বিকাশে লেখালেখি চর্চাটা যেন থেমে থাকার নয়। আর তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুরে কলেজের ২০ জন সদস্য বিশিষ্ট পড়ুয়াদের নিয়ে গঠণ হলো “আলোকযাত্রা লক্ষ্মীপুর শাখা”।
প্রণয়ন করা হয়েছে বার্ষিক পরিকল্পনা-২০১৭ এর। যেখানে ঠিক করা হয়েছে দেয়াল পত্রিকা প্রকাশ- ফেব্রুয়ারিতে একটি ও এপ্রিলে একটি, প্রকৃতি দেখা- মার্চে, শুদ্ধ বাংলা চর্চা-এপ্রিলে, সংস্কৃতি চর্চা-জুনে, খেলাধুলা-জুলাইএ, গাছের চারা লাগানো ও পরিচর্যা করা- সেপ্টেম্বরে, পাঠাগার ও বই পড়া-আগষ্টে, তথ্য-প্রযুক্তি চর্চা-অক্টোবরে, দিবস পালন - নভেম্বরে, শিষ্ঠাচার শিক্ষা প্রদান- মে’তে, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান- জানুয়ারিতে এবং ডিসেম্বর মাসে পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে শিক্ষা উপকরণ বিনিময়ের। যা একমাত্র আলোকযাত্রা দলে থাকা সদস্যদের উদ্যোগেই সম্পন্ন করা সম্ভব।
আলোকযাত্রা দলের সদস্যদের কাজের গতিশীলতাকে পরামর্শের মাধ্যমে এগিয়ে নিতে এর সাথে যুক্ত করা হয়েছে, “আলোকযাত্রা উপদেষ্টা পরিষদ”। বিভিন্ন সময়ে তারাই আলোকযাত্রা দলের সদস্যদের গঠণমূলক পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। “আলোকযাত্রা লক্ষ্মীপুর শাখা” উপদেষ্টা পরিষদের সঙ্গে যুক্ত হয়েছেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবে এলাহি সানি, একই কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ফারুক আহমেদ, লক্ষ্মীপুর জর্জ কোর্টের আইনজীবি মোঃ ওমর ফারুক, জেলার সবচেয়ে অনলাইন নিউজ পোর্টাল লক্ষ্মীপুরটোয়েন্টিফোরের সম্পাদক সানা উল্লাহ সানু এর্ব লক্ষ্মীপুর সরকারি কলেজ সমাজ বিজ্ঞানের প্রভাষক মোঃ আমির হোসেন।
গঠণ করা হয়েছে আলোকযাত্রা কমিটিও। যাদের মধ্যে দলনেতা-১ (টিম লিডার) এর দায়িত্বে রয়েছেন খুদে সংবাদকর্মী ও লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থী জুনাইদ আল হাবিব, দলনেতা-২ (ডেপুটি-টিম লিডার) এর দায়িত্বে পেয়েছেন একই কলেজের একাদশ শ্রেণীর পড়ুয়া সুচমিতা আক্তার রিপা এবং দলনেতা-৩ (ডেপুটি-টিম লিডার) এর দায়িত্বে পেয়েছেন, একই শিক্ষাঙ্গনের একাদশ শ্রেণীর শাহাদাত হোসেন।
নবগঠিত লক্ষ্মীপুর “আলোকযাত্রা” টিমে রয়েছেন, লক্ষ্মীপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর আছমা আক্তার মুক্তা, মোঃ মিনহাজ বিন মমিন, একাদশ শ্রেণীর নাইমা সুলতানা নদী, জান্নাতুল মাওয়া, আশিকুর রহমান, নাজিম হোসেন, রুবিনা ইয়াসমিন অশ্রু, সুমি আক্তার, সুচমিতা আক্তার রিপা, রেদোয়ান আহমেদ, জয়নাল আবেদীন, মাহমুদুল হাসান লাতু, সাকিব আল আমিন হাসান, মোঃ ইব্রাহিম শামীম মারুফ, পারভেজ আলম, মোঃ রাকিব হাসান, মোঃ আরমানুর রহমান নবাব, শাহাদাত হোসেন, মোঃ নাজিম উদ্দিন এবং জুনাইদ আল হাবিব।
পাঠকের মন্তব্য