আহমদ মানিক: টিনেইজারর্স মেন্টাল হেলথ ম্যাটার্রস- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সফলতার সঙ্গে দ্বিতীয় বর্ষে পদার্পণ করেছে মেন্টাল হেলথ কেয়ার। ১৩ থেকে ১৯ বছরের কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতনতার লক্ষ্যে ২০২০ সালের ২৫ শে জুন সংগঠনটি যাত্রা শুরু হয়।
সংগঠনটির নীতিবাক্য - টেক কেয়ার অব ইয়োর মেন্টাল হেলথ্ (আপনার মানসিক স্বাস্থ্যের যত্ন নিন)। এই সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাশফিয়া কাওসার মীম ঢাকার ইডেন মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী এবং শিক্ষানবেশ মনোবিজ্ঞানী হিসেবে অধ্যয়নরত আছেন। মেন্টাল হেলথ কেয়ারের ম্যানেজিং ডিরক্টর হিসেবে কর্মরত আছেন গোলাম মোর্শেদ রাতুল।
এই সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরি করা। এ পর্যন্ত মেন্টাল হেলথ্ কেয়ারের আওতায় বাংলাদেশের প্রায় ছয় হাজার কিশোর-কিশোরী বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা সম্পর্কে জানতে পেরেছে। মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত কুসংস্কার, মানসিক স্বাস্থ্য সম্পর্কিক রোগসমূহ এবং মানসিক স্বাস্থ্যের যত্নে কি কি করণীয়, এর প্রতিরোধ ও প্রতিকার কি কি, এইবিষয়সমূহ বরাবরই কিশোর-কিশোরীদের শেখানোর চেষ্টা করেছে।
বর্তমানে এ সংগঠনের আওতায় দেশের প্রায় পাঁচটি বৃহত্তর নগরীর কিশোর-কিশোরীরা সরাসরি মাঠপর্যায়ের কাজে যুক্ত আছে। এই জেলা শহরগুলোর মধ্যে রাজধানী ঢাকা, বৃহত্তর বন্দরনগরী চট্টগ্রাম, কুমিল্লা, বগুড়া এবং সম্প্রতি ময়মনসিংহ জেলায় মেন্টাল হেলথ্ কেয়ার বিস্তার ঘটিয়েছে। এ পর্যন্ত মেন্টাল হেলথ্ কেয়ার বিভিন্ন অনলাইন এবং অফলাইন কর্মশালা ও প্রজেক্টের আয়োজন করেছে।
পাঠকের মন্তব্য