রাজধানীর মুগদা এলাকায় কথাকলা কেন্দ্রে শুরু হয়েছে শিশুদের ইসলামি শিক্ষা। শনিবার (২১ আগস্ট) বিকেলে আনুষ্ঠানিকভাবে এই শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন দাওয়াতুল কুরআন তৃতীয় লিঙ্গের মাদ্রাসার মহাপরিচালক মুফতি আব্দুর রহমান আজাদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর খাইরুজ্জামান খাইরুল। আহমেদ ফেরদৌস বারী চৌধুরী ফাউন্ডেশনের সহযোগিতায় কথাকলা কেন্দ্রে এলাকার শিক্ষা বঞ্চিত শিশুরা বিনা মূল্যে শিক্ষা গ্রহণের সুযোগ পাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিষ্ঠানটির তথ্য বলছে, বর্তমানে প্রায় অর্ধশতাধিক শিশু কথাকলা কেন্দ্রে ইসলামি শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়েছে।
রিকশা চালক সিদ্দিক শেখ ও পারভিন বেগমের ছেলে হৃদয় হাসান (১১) ইসলামি শিক্ষা নিতে ভর্তি হয়েছেন কথাকলা কেন্দ্রে। পারভিন বেগম বলেন, ‘টাকার জন্য এত দিন ছেলেকে পড়াতে পারিনি। খেয়ে বাঁচতে পারি না, পড়াবো কেমনে। কথা আপার স্কুলে ছেলে এখন বিনা পয়সায় পড়তে পারছে, এতে আমরা অনেক খুশি।’ প্রশিক্ষক মাওলানা জাহিদুর ইসলাম বলেন, ‘এখানে শিশুদের আমি সহি শুদ্ধ ভাবে কুরআন পড়ানোর চেষ্টা করবো। একজন মুসলিম হিসেবে নামাজ পড়ার জন্য এবং চলার জন্য যতটা দরকার, সেই পরিমাণ এলেম শেখানোর চেষ্টা করবো।’
কথাকলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা তৃতীয় লিঙ্গের মানুষ ইভান আহমেদ কথা আজকের পত্রিকাকে জানান, ‘কথাকলা কেন্দ্র শুরু হয়েছিল শিশুদের নাচ, গান অভিনয় শেখানোর জন্য। এখন নতুন করে আমাদের কার্যক্রমে যুক্ত করেছি ইসলামি শিক্ষা। যাতে শিক্ষা বঞ্চিত শিশুরা বিনা মূল্যে ইসলামি শিক্ষা গ্রহণের সুযোগ পায়।’
পাঠকের মন্তব্য