হাতিয়ায় আলোর মশালের হুইল চেয়ার বিতরণ

হাতিয়ায় আলোর মশালের হুইল চেয়ার বিতরণ
হাতিয়ায় আলোর মশালের হুইল চেয়ার বিতরণ

নোয়াখালী হাতিয়া উপজেলায় বিশেষ চাহিদা সম্পন্ন (শারীরিক প্রতিবন্ধী) শিশুকে হুইল চেয়ার দিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল।

সোমবার (১৬ আগস্ট) সকালে উপজেলার সোনাদিয়া বঙ্গবন্ধু মার্কেট সংলগ্ন ভুলুয়া গ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু হৃদয়কে হুইল চেয়ার তুলে দেন সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানে আলোর মশালের সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা রবিনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জিল্লুর রহমান মেম্বার।

সংগঠনের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় নূরানী মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আরিয়ান ফরিদ, সাংগঠনিক সম্পাদক রাজিব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিব উদ্দিন (রুমিও), দপ্তর সম্পাদক বাকের উদ্দিন উদ্দিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক রাকিব উদ্দিন, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মাকছুদুর রহমান জনি, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মনির, সদস্য সাইফুল ইসলাম।

জিল্লুর রহমান মেম্বার বলেন, ‘সমাজে অবহেলিত মানুষের পাশে আমাদের সবাইকে থাকতে হবে। প্রতিবন্ধীদের জীবন কতটা কষ্টের তা উপলব্ধি করতে হবে। এমন মহৎ কাজে অংশ গ্রহণ করতে পেরে সত্যি ভালো লাগছে। মানবিক কাজে অংশগ্রহণ করায় আলোর মশাল সংগঠনের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা।

আলোর মশালের সিনিয়র সহ সভাপতি মাসুদ রানা রবিন বলেন, ‘মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রতিবন্ধীর জীবন চলাচল অত্যন্ত বেদনা দায়ক। তাদের পাশে দাঁড়ানো সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি ভালোবাসা রইলো।’

এ সময় অনলাইনে যুক্ত হয়ে সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সম্প্রতি ইলিয়াস নামের এক ব্যক্তি নিজেকে আলোর মশালের নেতা দাবি করে সংগঠনকে বিতর্কিত করার চেষ্টা করছে। তার কথায় কেউ বিভ্রান্ত না হয়ে, সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২১, ১৮:৩৭
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন