তানঝুম নিবিড়: বাংলাদেশ জার্নালিজম কাউন্সিল (বিজেএসসি) স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে নিয়ে পরিচিতি সভা করেছে সংগঠনটি। রবিবার (২ মে) রাতে অনলাইনে এ আয়োজন করা হয়। এতে সদস্যরা পরিচয় পর্বের পাশাপাশি ভবিষ্যতে সংগঠনকে এগিয়ে নেওয়ার বিষয়ে নিজেদের ভাবনা তুলে ধরেন।
বিজেএসসি স্টামফোর্ড সংসদের সভাপতি সাইমুন মুবিন পল্লবের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তাজবিহ স্মরণ সঞ্চালনায় নতুন কমিটির উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক তপন মাহমুদ লিমন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি সাইফুল মাসুম, বিজেএসসি স্টামফোর্ড সংসদের সদ্য সাবেক সভাপতি আমিনুর রহমান হৃদয়, সাংবাদিক ফোরামের বর্তমান সভাপতি হাসান ওয়ালী ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন।
অনলাইন এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির নবনির্বাচিত সহ সভাপতি উচ্ছাস তালুকদার, রুম্মান রুদ্র, সাংগঠনিক সম্পাদক গাজি সানজিদা, যুগ্ম সাধারণ সম্পাদক সাজিয়া আফরিন সৃষ্টি, সুপ্রভা দাশ, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, ভ্রমণ সম্পাদক ইফতেখার বিজয়, কার্যনির্বাহী সদস্য মাহাতির মোহাম্মদসহ আরো অনেকে।
প্রসঙ্গত, ২৬ এপ্রিল বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস
কাউন্সিলের (বিজেএসসি) কেন্দ্রীয় সংসদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি এক বছরের জন্য অনুমোদন করে। সংগঠনটি ২০১৫ সালের ১৩ নভেম্বর যাত্রা শুরু করে। বর্তমানে বিজেএসসি সারা দেশের ২২টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিভিন্ন গঠনমূলক কাজ করে যাচ্ছে।
পাঠকের মন্তব্য