ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে সন্ত্রাসী হামলা, মানিকগঞ্জে তীব্র নিন্দা ও প্রতিবাদ

মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্র জোট ( লোগো )
মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্র জোট ( লোগো )

ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে লংমার্চ ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ফেনীর কুমিল্লা বাসস্ট্যান্ড এলাকায় আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে লংমার্চকারীদের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্রজোট ।

শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় ‘মানিকগঞ্জ নিপীড়নবিরোধী ছাত্রজোট’-এর আহ্বায়ক এম.আর.লিটন ও সদস্য সচিব রাসেল আহম্মেদ এক যৌথ বিবৃতিতে ন্যক্কারজনক এ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান । বিষয়টি নিশ্চিত করেছন, সংগঠনের যুগ্ম- আহ্বায়ক রোকনুজ্জামান রাসেল।

বিবৃতিতে বলেন, ক্ষমতাসীনদের পৃষ্ঠপোষকতায় ধর্ষক-নিপীড়ক-সন্ত্রাসীগোষ্ঠী দেশে ত্রাসের রাজত্ব তৈরি করেছে। ধর্ষণ-নিপীড়নবিরোধী আন্দোলনে একের পার এক হামলা করে আন্দোলনকারীদের আহত করছে। ধর্ষক-নিপীড়কদের বাঁচাতে সাধারণ জনগণের আন্দোলনকে বিভিন্নভাবে দমনের চেষ্টা করছে ক্ষমতাসীনরা ।

বিবৃতিতে বলেন, ফেনীতে ধর্ষণবিরোধী লংমার্চে হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই । সেইসাথে হামলাকারী-সন্ত্রাসীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ।

সর্বশেষ আপডেট: ২০ অক্টোবর ২০২০, ১৮:৫২
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন