শোক দিবসে হাতিয়ায় আলোর মশালের সাধারণ জ্ঞান প্রতিযোগিতা

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়োজন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোর মশাল। শনিবার সকালে নোয়াখালী হাতিয়া উপজেলার সোনাদিয়া এ.বারি দাখিল মাদ্রাসায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শতাধিক শিক্ষার্থী থেকে বাছাই করে ২০ জনকে পুরষ্কার দেওয়া হয়েছে। পুরষ্কারের তালিকায় ছিল বঙ্গবন্ধুর জীবন আদর্শ নিয়ে বই ও শিক্ষা উপকরণ।

এ সময় আলোর মশালের সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন সোহেলের সঞ্চালনায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলের সোনাদিয়া এ.বারী দাখিল মাদ্রাসার সুপার রেদওয়ানুল বারী। বিশেষ অতিথি ছিলেন মাদ্রাসার শিক্ষক বোরহানুল ইসলাম, মাওলানা হোসাইন, নীতিস চন্দ্র দাস, মাওলানা ইউনুস, মাওলানা জামিল, সমাজকর্মী সেলিম মালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইলিয়াস উদ্দিন। আলোচনায় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের জীবন ও আদর্শ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলোর মশালের সহ-সভাপতি ফিরোজ মাহমুদ, তামজিদ হোসেন, সহ সাধারণ সম্পাদক মাসুদ রবিন, আরিয়ান ফরিদ, আমির হোসেন সৈকত, বিজ্ঞান বিষয়ক সম্পাদক আশিষ চন্দ্র মজুমদার, সাহিত্য বিষয়ক সম্পাদক অর্নব চন্দ্র দাস, দপ্তর সম্পাদক শরিফ উদ্দিন, ক্রিড়া সম্পাদক সজিব উদ্দিন, সদস্য বাকের হোসেন, জাফর ইসলাম, আসিফ রহমান রিয়াদ প্রমুখ।

সর্বশেষ আপডেট: ১৬ আগস্ট ২০২০, ০৯:১৮
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন