সারাদেশে উদ্বেগজনক হারে শিশু যৌন নিপীড়ন বেড়েই চলছে। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য বলছে, ২০১৮ চেয়ে ২০১৯ সালে শিশুদের উপর যৌন নিপীড়ন বেড়েছে প্রায় ৭০ দশমিক ৩২ শতাংশ। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি অডিটোরিয়ামে ‘স্টেট অফ চাইল্ড রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেন বিএসএএফ এর পরিচালক আবদুছ সহিদ মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় মানিবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম, বিএসএএফ এর চেয়ারপার্সন মো. মাহবুবুল হক, ইউএনডিপি বাংলাদেশের হিউম্যান রাইটস প্রোগ্রামের জেন্ডার এক্সপার্ট বিথীকা হাসান প্রমুখ।
প্রতিবেদনে বলা হয় ২০১৮ সালের চেয়ে ২০১৯ সালে শিশুর প্রতি সহিংসতা কমেছে প্রায় ৩৫ শতাংশ। আর যৌন নির্যাতনের ঘটনা বেড়েছে ৭০ দশমিক ৩২ শতাংশ। ২০১৯ সালে চার হাজার ৩৮১ শিশু বিভিন্নভাবে সহিংসতার শিকার হয়েছে। এক হাজার ৩৮৩টি শিশু যৌন নির্যাতনের শিকার হয়। নির্যাতনের শিকার শিশুদের মধ্যে দুই হাজার ৮৮ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে ঢাকায় ১১৬ জন। এর পর আছে নারায়ণগঞ্জ, নোয়াখালী, ময়মনসিংহ ও গাজীপুরে। ২০১৯ সালে শিশুহত্যা বেড়েছে ৭ দশমিক ১৮ শতাংশ। গড়ে প্রতি মাসে ৩৭ শিশু হত্যার ঘটনা ঘটেছে।
সংস্থাটি বলছে, অধিকাংশ ক্ষেত্রে তুচ্ছ ঘটনা, পারিবারিক সহিংসতা, দাম্পত্য কলহ ও বিয়েবহির্ভূত সম্পর্কের জেরে শিশুর প্রাণ গেছে। গত পাঁচ বছরের মধ্যে ২০১৯ সালে শিশুহত্যার ঘটনা ছিল সবচেয়ে বেশি। এ বছর ৪৪৮ শিশুকে হত্যা করা হয়েছে। ২০১৮ সালে এ সংখ্যা ছিল ৪১৮।
প্রতিবেদনে শিশু নির্যাতনকে ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। এগুলো হলো- অপমৃত্যু, যৌন নির্যাতন, অপহরণ, নির্যাতন ও সহিংসতা, আঘাতে মৃত্যু ও বাল্যবিয়ে। ১৫টি জাতীয় দৈনিক পর্যালোচনা করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রকৃত অপরাধের সংখ্যা এর চেয়েও বেশি বলে উল্লেখ করেছে সংস্থাটি।
পাঠকের মন্তব্য