বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মহাত্মা গান্ধীর সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঢাকাস্থ ভারতীয় হাই কমিশন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় একাডেমির চারুকলা ভবনের চার নং গ্যালরিতে প্রদর্শনীর উদ্বোধন করেন সাংসদ মির্জা আজম, সাংসদ এইচ এম ইব্রাহিম, বিশিষ্ট গান্ধীবাদী চিন্তাবিদ সৈয়দ আবুল মকসুদ, ভারতের ডেপুটি হাই কমিশনার শ্রী বিশ্বদীপ দে প্রমুখ। শুরু হওয়া এই চিত্র প্রদর্শনী চলবে ১৬ জানুয়ারী পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।
উদ্বোধন পরবর্তী সময়ে চারুকলা ভবনের অডিটরিয়ামে ডেপুটি হাই কমিশনার শ্রী বিশ্বদীপ দে‘র সভাপতিত্বে অতিথিরা মহাত্মা গান্ধীর কর্ম ও জীবন নিয়ে আলোচনা করেন। সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘শুধু ভারত বর্ষে না, গান্ধীজীর সার্ধশততম জন্মবার্ষিকী পৃথিবীর বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে।’ তিনি বলেন, মহাত্মা গান্ধী কোন প্রথাগত রাজনৈতিক ছিলেন না। তিনি ভারত বর্ষের রাজনীতিতে মহামানব হিসেবে অবির্ভাব হয়েছিলেন। মানুষের মুক্তির জন্য তিনি আরাম আয়েশ সব কিছু ত্যাগ করেছেন।’ অনুষ্ঠানে প্রদর্শিত শিল্পকর্মের শিল্পীদের সার্টিফিকেট প্রদান করা হয়।
প্রসঙ্গত, চিত্রশিল্পী রোকেয়া সুলতানার তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে গত বছর ১২ থেকে ১৫ ডিসেম্বর গান্ধী ১৫০ আর্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়। আর্ট ক্যাম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ১৫ জন শিক্ষার্থী অংশ নেন। ওই তরুণ শিল্পীরা গান্ধীজীর বিভিন্ন দর্শনকে ভাস্কর্য, চিত্রকর্ম, বাটিক, ধাতব ও কাঠের মাধ্যমে ফুটিয়ে তুলেন।
পাঠকের মন্তব্য