সোনিয়া ইসলাম: নীল রংটা আমার কখনোই পছন্দের ছিল না ছোটকাল থেকেই । খুবই অপছন্দের একটা রং মানেই নীল রং গাঢ় নীল রং। তবে সেটা আকাশে রং নয় । কারণ, আকাশের আসমানী রং টা সত্যিই অনেক বিশাল। ওটাকে
উপেক্ষা করার মত দুঃসাহস আমার মোটেও নেই।
তবে কোন একটা অনুষ্ঠান বশতঃ নীল রঙের ড্রেস চাই তাও সেটা কিনা আবার হতে হবে শাড়ি, কারণ এটা নাকি ড্রেস কোড এতে নম্বর বেশি পাওয়া যাবে । এতো দেখি মহা মুশকিলে পড়া গেল । এখন এই নীল রঙের ড্রেস কোথায় পাই, বিপণিবিতান গুলোতে গেলে একটা না একটা মিলে যাবে সেটা জানি, যাওয়াটাই তো মুশকিল, কারণ ঢাকা শহরের যাতায়াতের যে দুরবস্থা পারতপক্ষে নিত্যান্তই প্রয়োজন ছাড়া যাতায়াত কে যতোটুকু এড়ানো যায় এবং বাসায় থাকাই অনেক শ্রেয় বলে আমি মনে করি। এটা অবশ্য আমার ব্যক্তিগত মতামত। আর সব সময়ের মতো কেনাকাটাতে আমার বড্ড অনীহা। ঠেকায় না পরলে আমি কেনাকাটার দিকে অগ্রসর হতে পারি না।
যাই হোক আলশী করতে করতে কেনাকাটা করার জন্য হাতে সময় আছে মাত্র আর একদিন ….. এখনতো কেনাকাটা করতে যাওয়াটা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, হাতে যে আর সময় নেই বললেই চলে। রওনা দিলাম শপিং এর উদ্দেশ্য, ওমা এতো দেখি ভয়াবহ কান্ড , গাড়ি যে চলেই না পুরো রাস্তা জ্যাম। এখন কি উপায়? মার্কেট যে সন্ধায় সন্ধায় বন্ধ হয়ে যাবে। ঠিকমতো পৌঁছতে না পারলে কেনাকাটা করে বাড়ি ফিরতে পারব না আর তাছাড়া সকালে পরীক্ষা। তারপর অনেক কষ্টে পৌঁছলাম কাঙ্খিত লক্ষ্যে। কিন্তু ওখানে যেয়ে তো আরো হতাশ এতো বড় মার্কেট “বসুন্ধরা সিটি” কিন্তু আমার জন্য একটা নীল রঙের শাড়ি নেই । মার্কেট ঘুরতে ঘুরতে আমি প্রায় ক্লান্ত-শ্রান্ত। দোকানিরা জিজ্ঞাসা করছিল আপা নীল শাড়িই কেন, কত সুন্দর সুন্দর শাড়ি আছে আপনাকে বেশ মানাবে নিয়ে যান । তখন আমি মনে মনে বলছিলাম কেন যে ভাই নীল শাড়ি ই লাগবে সেটা যদি আপনাদের কে বোঝাতে পারতাম, কি যে জ্বালায় পরেই শাড়ি খোঁজা না হলে আমি আবার এই শাঁড়ীর দোকান মাড়াই নাকি?
যাইহোক অবশেষে খোঁজ মিললো এক দোকানে, পেয়ে গেলাম সেই কাঙ্খিত নীল শাড়ি। সাত পাঁচ কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম নীল রঙের শাঁড়ীটি । বাসায় আসার পর ভাবছিলাম কেটকেটা নীল রঙের শাড়িটা পরবো কিভাবে? একে তো শাড়ি পড়া অনেক ঝামেলা তার ওপর নীল রঙা শাড়ি দেখাবে কেমন আমাকে ! কিন্তু উপায় তো নেই পড়তেই হবে সেই মতো কাজ পড়ে ফেললাম। আয়নার সামনে দাঁড়িয়ে উপলব্ধি করলাম বাহ্ বেশ মানিয়েছে তো! আমাকে আবিষ্কার করলাম এ যেন এক নতুন আমি। সেই থেকে নীল রং টা কবে যে আমার এত ভীষণ প্রিয় হয়ে গেল বুঝতেই পারলাম না । তবে নীল রং ছাড়া আমার অন্য কোন রং যে খুব প্রিয় ছিল তাও নয় তবে অপ্রিয় একটি রং ছিল সেটা নীল। সেই থেকে আজ পর্যন্ত আমার সবচেয়ে পছন্দের তালিকার শীর্ষে নীল রং । এখন আমার নীল রংয়ের অনেক পোশাক।
এখন আর বিপণিবিতান গুলোতে ও নীল রঙের শাড়ি পোশাকের অভাব হয় না। যেদিকে তাকাই শুধু মনে হয় নীল আর নীলময়। আকাশেও নীল মাটিতেও নীল, আকাশের নীল যেন মাটিতে নেমে এসেছে এ যেন এ নীলের সাম্রাজ্য।
পাঠকের মন্তব্য