প্রথমবারের মত যশোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে যশোরে প্রতিবন্ধি ব্যক্তিদের নিয়ে টুর্নামেন্ট। আগামী ২রা মে বৃহস্পতিবার সকালে প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে “স্বপ্নিল অটিজম কেয়ার সেন্টার” কর্তৃক আয়োজিত টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। যশোরের স্বপ্নিল আইটি ও অটিজম কেয়ার ইন্সটিটিউট গ্রামীণ প্রতিবন্ধী জনগোষ্ঠীর শিক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে সামাজিকভাবেই তাদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন।প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি সালমান সরদার বলেন দক্ষিণ অঞ্চলের প্রতিবন্ধী মানুষের জন্য এখনো কোনো ক্রিকেট বা অন্য কোনো টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়নি আমরা চাই খেলাধুলার মাধ্যমে সামাজিক অবস্থান তৈরি করতে চাই।প্রতিষ্ঠানটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যশোর জেলা শাখার সভাপতি আঃসালাম খান স্বপন। সংগঠনটি অটিজম স্কুলের পাশাপাশি তরুনদের নিয়ে মাদক বিরোধী সচেতনতাসহ বিনামূল্যে চিকিৎসাসেবা ঐষধ বিতরনে কাজ করছেন।প্রথমবারের মত ক্রিকেট টুর্নামেন্টে যশোরবাসীর কৌতুহলও বেশ নজরে পড়ার মত।শহরের কাজিপাড়ার বাসিন্দা তরিকুল ইসলাম বলেন সত্যিই যশোরে এমন একটি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে যা এ অঞ্চলের প্রতিবন্ধী মানুষই নয় শুধু সকল শ্রেণির মানুষেরা সামাজিক অবস্থান নিশ্চিত করতে পারবে। উক্ত খেলায় স্থানীয় নেতাকর্মীসহ জাতিয় দলের ক্রিকেটাররা উপস্থিত থাকবেন।আপনারা সবাই আমন্ত্রিত। খেলাটির প্রতিপাদ্য রাখা হয়েছে Ability disability depends on mentality। উক্ত টুর্নামেন্টে খুলনা বিভাগীয় প্রতিবন্ধী ক্রিকেট একাদশ বনাম ফয়েজ ফাউন্ডেশন প্রতিবন্ধী ক্রিকেট একাদশ(ঢাকা বিভাগ) অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন টুর্নামেন্টের আয়োজকেরা।ফয়েজ ফাউন্ডেশন প্রতিবন্ধী ক্রিকেট একাদশের প্রতিষ্ঠাতা সালেহ মাজেদ বলেন আমরা সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীর সামজিক অংশগ্রহণ নিশ্চিত করতে এ ধরনের আয়োজনে অংশগ্রহণ করছি বরাবরই।
পাঠকের মন্তব্য