বিশ্ব পানি দিবস উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা ও নদী রক্ষায় সরকারের গৃহীত উদ্যোগের প্রতি সংহতি মানববন্ধন করেছে ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলন নামে একটি পরিবেশবাদী সংগঠন ।

আজ বেলা ১২টায়, মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আজাহারুল ইসলাম আরজ’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের অন্যতম সদস্য এ্যাড. দীপক কুমার ঘোষ, প্রফেসর আবুল ইসলাম শিকদার, সদস্য মো. হানিফ আলী, মো. ইকবাল খান, বারসিকের আঞ্চলিক সমন্বয়ক বিমল রায় ও রাশেদা আক্তার প্রমুখ ।

মানববন্ধনে বক্তারা, মানিকগঞ্জ ধলেশ্বরী নদী খননের জন্য অর্থ বরাদ্দ এবং টেন্ডার আহ্বান করায় সন্তোষ প্রকাশ করে এবং দ্রুত তিল্লীর মুখ খনন করে মাঝে-মাঝে জলাধার নির্মাণ করার দাবি জানান। ধলেশ্বরী নদী বাঁচাতে সকল প্রকার দূর্নীতি ও অনিয়ম কঠোর হস্তে দমন করতে ধলেশ্বরী নদী বাঁচাও আন্দোলনের নেতা কর্মীদের সজাগ থাকতে বলেন বক্তারা।

এর আগে সকাল ১০টায়, মানিকগঞ্জ শহরস্থ স্যাক কা‌র্যালয় ‘বিশ্ব পানি দিবস’ উপলক্ষে আলোচানা সভার আয়োজন করে সংগঠনটি এবং আলোচানা সভা শেষে একটি র‌্যালী শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এসে মানববন্ধন কর্মসূচি পালন করে ।

সর্বশেষ আপডেট: ২২ মার্চ ২০১৯, ১৯:৩৯
এম আর লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন