ভিত্তিক লুব্রিকেন্টস্ ব্র্যান্ড ‘রেভজল লুব্রিকেন্টস্’ এর বাংলাদেশে আর্ন্তজাতিক মানসম্পন্ন লুব্রিকেটিং অয়েল ও গ্রীজ সরবরাহ ও আন্তরিক সেবা প্রদানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর বিজয় নগরাস্থ হোটেল সেভেন্টি ওয়ান এ গ্রাহক মিলনমেলা, র্যাফেল ড্র এবং জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দেশের বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন। বুয়েট যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ও টেকনিক্যাল এডভাইজার ড. মাহবুব রাজ্জাক রেভজল লুব্রিকেন্টস্, সঠিক লুব্রিকেন্টস্ ব্যবহার ও লুব্রিকেশন এর উপর বক্তব্য প্রদান করেন।
বাংলাদেশ এ রেভজল লুব্রিকেন্টস্ এর একমাত্র পরিবেশক মেডকো এর সিইও মোসাদ্দেক হোসেন তাঁর বক্তব্যে লুব্রিকেন্টস্ এর গুণগতমান বজায় রেখে সর্বচ্চ সেবা প্রদানের উপর গুরুত্ব আরোপ করেন। মার্কেটিং এডভাইজার ফরহাদুজ্জামান, সঠিক মূল্যে সঠিক মানের লুব্রিকেন্টস্ বাজারজাত করার ব্যপারে নিশচয়তা প্রদান করেন। পরে এক মনোমুদ্ধকর উদযাপনের মধ্য দিয়ে শেষ হয় এই আয়োজন।
পাঠকের মন্তব্য