ঢাবিতে ‘জীবনের মূল্য’- শীর্ষক অনুপ্রেরণামূলক সেমিনার

মানুষের জীবন অমূল্য সম্পাদ! নি:শ্বাস বন্ধ হয়ে গেলেই শেষ জীবন। জীবনের ধর্ম হলো বেঁচে থাকা। জীবনের ধর্ম হলো সংগ্রাম করে যাওয়া, মৃত্যুর স্বাদ থেকে যতোটা সম্ভব দূরে থাকার প্রানান্তকর চেষ্টা করা। যদি বলা হয় বেঁচে থাকার নাম জীবন-তবে বেশি হবে না। সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে, সংগ্রামে নেতৃত্ব দিয়ে, সকল দু:খ-হতাশাকে পেছনে ফেলে সম্মুখে এগিয়ে চলার নাম জীবন। অনেকে জীবন নিয়ে হতাশ হয়ে পড়েন, জীবনকে তুচ্ছ করে ফেলেন। কিন্তু জীবনকে হেলায় ফেলে দেয়া যাবে না- এমনই এক বিশেষ বক্তব্য নিয়ে ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি তার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি উপলক্ষে আয়োজন করেছে ‘জীবনের মূল্য’- শীর্ষক অনুপ্রেরণামূলক এক সেমিনার।

বৃহস্পতিবার সকাল ৯.৩০টা থেকে দেড়টা পযন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে চলা এই সেমিনারে বহুমুখী জীবনের গল্প শোনান দেশ-বিদেশে বিভিন্ন ক্ষেত্রে হাজারো চ্যালেঞ্জ মোকাবেলা যারা জীবনকে এগিয়ে নিচ্ছেন, সংগ্রাম করে বেঁচে আছেন, মানুষকে দেখাচ্ছেন স্বপ্ন এমন কিছু মানুষ। তারা গল্প বলেন নিজেদের, সংগ্রামের, এগিয়ে চলার।

এদের মধ্যে অন্যতম ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহকারী পরিচালক শাহীন রেজা রাসেল, যিনি প্রতিটি মুহুর্তে দিন গুণছেন মৃত্যুর, যাকে ডাক্তার বলেই দিয়েছেন ‘আপনার জীবনের আয়ু আর মাত্র ৩ বছর’। তবু তিনি হার মানছেন না। জীবনের কাছে পরাজিত না হয়ে এগিয়ে চলেছেন স্বপ্নে পথে। সেমিনারে বক্তব্য রাখেন আরেকজন সংগ্রামী মানুষ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী হিসাবরক্ষক, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের সদস্য, একাধারে আবৃত্তিকার, লেখক এবং মোটিভেশনাল বক্তা খন্দকার মঈনুদ্দিন আহমেদ, বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দলের সাবেক সদস্য ও বাংলাদেশের প্রথম প্রতিবন্ধী সংসদ সদস্য প্রার্থী ইদ্রিস আলী, ৪৬টি দেশ ভ্রমণকারী বাংলাদেশি পযটক, লেখক ও শিক্ষক এলিজা বিনতে এলাহী, এই সময়ের তরুণ খ্যাতিমান লেখক ও সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান। এছাড়াও বক্তব্য রাখেন ৩৬০ টোটাল সলিউশন লিমিটেড ও মোটিভেশনাল স্পিকার অনন্ত আহমেদ, ক্লিনিক্যাল সাইকোলজস্টি ও নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলর জোহরা পারভিন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক জোবেদা খাতুন।

ঢাকা ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতির স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে শুরু হওয়া সেমিনারে অনুপ্রেরণামূলক মূকাভিনয় প্রদর্শনী করেন গবেষণা সংসদের আর্ট এন্ড কালচার টিমের সমন্বয়ক এবং ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের মূকাভিনেতা গাজী মেহেদী হাসান এবং স্ট্যান্ডআপ কমিটি পরিবেশন করেন মিশাল সমাপ্ত। সেমিনারটি সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে শেষ হয় দুপুর দেড়টায়।

সর্বশেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৮, ১০:৫১
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন