মানিকগঞ্জে সুজনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

“সচেতন, সোচ্চার ও সংগঠিত জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ” স্লোগানকে ধারণ করে সুজন- সুশাসনের জন্য নাগরিক মানিকগঞ্জে ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেল ৪টায়, মানিকগঞ্জ বাজার ব্রিজ এলাকায় শহীদ রফিক সড়ক প্রদিক্ষণ করে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটি।

এরপর মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দেওয়ান ফরিদ হোসেন জিন্নাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা সুজন- সুশাসনের জন্য নাগরিক এর সাধারণ সম্পাদক ইকবাল হোসেন কচি, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. ইকবাল হোসেন খান, বারসিক এর জেলা সমন্বয়কারী বিমল বিমল , দি হাঙ্গার প্রজেক্টের জেলা সমন্বয়কারী আব্দুস সালাম ও শিক্ষক চাঁন মিয়া ও তাপস কর্মকার প্রমুখ ।

বক্তারা বলেন, “অনেক ত্যাগ ও রক্তের বিনিময়ে অমিত সম্ভাবনা নিয়ে বাংলাদেশ সৃষ্টি হলেও,আজও জাতিগত ভাবে আমাদের সুদীর্ঘ কালের লালিত স্বপন পূরণ হয়নি। কিছু কিছু ক্ষেত্রে উল্লেখযোগ্য সফলতা অর্জিত হলেও, অপরাজনীতি, অপশাসন, সর্বস্তরে দুর্নীতি দুর্বৃত্তায়ণ এবং সাধারণ মানুষের আর্থ সামাজিক অনুন্নয়ন ও তাদের প্রতি ব্যাপক বঞ্চনা আমাদেরকে বিভিন্নমূখী সংকটের আবর্তে জড়িয়ে ফেলছে। এ অবস্থা আমাদের গণতান্ত্রিক ব্যবস্থা কে অকার্যকর তথা রাষ্ট্রকে ক্রমাগত ভাবে দুর্বল করে ফেলছে এবং জাতিকে ঠেলে দিচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে।”
বক্তারা আরও বলেন, “আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর দাঁড় করাতে এবং বহু কষ্টার্জিত স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে হলে এ অবস্থার অবসান একান্তু জরুরি। আসুন সবাই সচেতন, সোচ্চার ও সংগঠিত হই। ”

আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটে সংগঠনটি।

সর্বশেষ আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১৩:৪২
এম আর লিটন
মানিকগঞ্জ প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন