ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে ধানমন্ডির দৃক গ্যালারিতে আজ থেকে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার বিকালে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার কুদরত - ই খুদা লিটু ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন করেন।
“f11 See Sharp’ শিরোনামে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ফটোগ্রাফি ক্লাব এই প্রদর্শনীর আয়োজন করেছে। আয়োজকদের একজন রহিম আফরোজ আলিফ জানান, ” ৩১ টি বিশ্ববিদ্যালয় থেকে নির্বাচিত ৬৩ টি ছবি নিয়ে আমরা এই প্রদর্শনী করছি। প্রদর্শনীর জন্য আমাদের প্রতিপাদ্য ছিলো As the World Turns. ছবি নির্বাচনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন পাঠশালার আলোকচিত্র বিভাগের প্রধান তানভীর মুরাদ তপু এবং খ্যাতিমান আলোকচিত্রী সৈয়দ লতিফ হোসেন।”
প্রদর্শনী টি দৃক গ্যালারিতে চলবে ২৩ ও ২৪ নভেম্বর এবং ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলরুমে চলবে ২৫ এবং ২৬ নভেম্বর। প্রদর্শনীতে সেরা আলোকচিত্রী পুরস্কার হিসেবে পাচ্ছেন ১০ হাজার টাকা,১ম রানার আপ পাচ্ছেন ৫ হাজার টাকা এবং ২য় রানার আপ পাবেন ৩ হাজার টাকা। এছাড়া অংশগ্রহণকারী একজন নারী আলোকচিত্রী পাবেন ২ হাজার টাকা। প্রদর্শনী টি স্পন্সর করেছে ওয়েডিং ফটোগ্রাফি প্রতিষ্ঠান ব্রাইডাল হ্যারিটেজ।
পাঠকের মন্তব্য