যশোর-৫ মনিরামপুর-এ বিএনপির মনোনয়ন চান এসএম ফারুক

আগামী সংসদ নির্বাচনে যশোর-৫ (মনিরামপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন চান ছাত্রদল বৃহত্তর মোহাম্মদপুর (মোহাম্মদপুর-আদবর-শেরেবাংলা নগর) থানার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস,এম, ফারুক হোসাইন। বুধবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ফারুক হোসাইন বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তার প্রার্থী হওয়ার খবরে খুশির আমেজ বইছে মনিরামপুরের ত্রুণমূল নেতাকর্মীদের ভেতরে। এলাকার সাধারণ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ফারুক হোসাইন গণমাধ্যমকে জানান, ‘আমি সবসময় এলাকার সাধারণ মানুষদের সঙ্গে ছিলাম। সাধারণ নেতাকর্মীদের দাবীর মুখে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। দল আমাকে মনোনয়ন দিলে যশোর-৫ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দিতে চাই।’

২৪৯টি গ্রাম নিয়ে মনিরামপুর উপজেলা। বর্তমানে জনসংখ্যা চার লাখ ১৭ হাজারের বেশি। যশোর-৫ সংসদীয় এ আসনটিতে ভোটার সংখ্যা দুই লাখ ৮৫ হাজার ৬৯০ জন।

সর্বশেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৮, ২৩:৩৫
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন