রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সাথে একীভূত করার দাবি জানিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।
সোমবার সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রথম বিজ্ঞান ভবনের সামনে মানববন্ধন ও পরে অবস্থান কর্মসূচী শুরু হয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট ট্রিপলই’ স্লোগান দিতে থাকে।
আন্দোলনরত শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ‘দেশের কয়েকটি বিশ^বিদ্যালয়ে ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (এপিইই) বিভাগকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে পরিণত করা হয়েছে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ বিভাগের নাম পরিবর্তন করে ট্রিপলই করা হলেও রাবিতে তা করা হয় নি। রাবিতে পূর্বে থেকেই এপিইই বিভাগ থাকলেও নতুন করে ইইই বিভাগ খোলা হয়েছে। এর কারনে সমপরিমান পরিশ্রম করা সত্বেও আমাদের বিভাগের শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে বিভিন্ন জব সেক্টরে আবেদনের সুযোগ পাচ্ছে না। তাই আমাদের এ যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানিয়ে সমস্যাটির সমাধান আশা করছি।’
শিক্ষার্থীরা আরো অভিযোগ করে বলেন, ‘আমাদের ইকুইভ্যালেন্ট (সমমান) সার্টিফিকেট দিয়ে চাকরির আবেদন করতে হয়। অথচ আমরা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। এমন বিড়ম্বনায় চাকরির ক্ষেত্রে আমাদের বৈষম্যের স্বীকার হতে হয়।’
এ বিষয়ে এপিইই বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো.আরিফুল ইসলাম নাহিদ বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের সাথে আমরা একমত হতে পারছিনা কারণ ইইই নামে একটি বিভাগ ইতোমধ্যে আছে। বিষয়টি নিয়ে মঙ্গলবার অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিং হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।’
এদিকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের সভাপতি অধ্যাপক আবু জাফর মু. তৌহিদুল ইসলাম বলেন, আগে থেকেই দুটি আলাদা বিভাগ রয়েছে। এখন বিশ^বিদ্যালয় প্রশাসন যদি যদি দুই বিভাগকে একীভূত করতে চায় তবে দিবে। সেটা প্রশাসনের ব্যাপার।’
পাঠকের মন্তব্য