সুমাইয়া আহমেদ: বিজেএসসি আয়োজিত ফার্স্ট ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্ট ফেস্ট ২০১৮তে সারাদেশ থেকে আসা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সমাগমে কানায় কানায় পূর্ন ঢাবির টিএসসি অডিটরিয়াম। উদ্বোধক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। প্রোগ্রাম চলছে পুরোদমে, চলছে আলোচনা, বক্তব্য, ক্রেস্ট বিতরন, মতবিনিময়।
তখনও কেউ জানতো না, সবার জন্য চমক অপেক্ষা করছে। হটাৎ মঞ্চ থেকে ঘোষনা আসলো ‘আজ আরেফিন স্যারের জন্মদিন’। আনা হলো কেক, সবাই সমাবেত কন্ঠে গাইলো জন্মদিনের গান।
আরেফিন সিদ্দিক এর পুরো নাম আবু আহসান মোঃ সামসুল আরেফিন সিদ্দিক। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় ১৯৫৩ সালের ২৬ অক্টোবর জন্ম গ্রহন করেছেন । তিনি ২০০৯ সালের ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। তিনি একই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক। অধ্যাপক সিদ্দিক ঢাবি শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।
ফার্স্ট ন্যাশনাল জার্নালিজম স্টুডেন্ট ফেস্ট ২০১৮ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. কাবরী গায়েন। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্বাধীনতা সাংবাদিক পরিষদ আহ্বায়ক সাংবাদিক বরুন ভৌমিক নয়ন।
এছাড়া সারাদেশের সরকারি ও বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য