ভর্তিচ্ছুদের সেবায় রাবি ছাত্রলীগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের বিভিন্নভাবে সেবা দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ লক্ষ্যে নেতাকর্মীরা কয়েকটি গ্রুপে ভাগ হয়ে রবিবার রাত থেকে কাজ করে যাচ্ছেন।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকেই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে নেতাকর্মীরা ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের মাঝে তথ্য প্রদান, সুপেয় পানি, কলম সরবরাহ করছে।

এর আগে রবিবার রাতে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রতিটি হলে গিয়ে মসজিদসহ বিভিন্ন স্থানে অবস্থানরত ভর্তিচ্ছু পরীক্ষাদের মাঝে কয়েল ও মোমবাতি সরবরাহ করেন।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ভর্তিচ্ছুদের মধ্যে সুপেয় পানি ও কলম বিতরণ করেছি। সেই সাথে অভিভাবকদের বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা করেছি আমরা। ছেলেদের আবাসিক হলের মসজিদসহ বিভিন্ন স্থানে অবস্থানরত ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের মাঝে কয়েল, মোমবাতি ও অ্যারোসল সরবরাহ করেছি এবং আজকেও সরবরাহ করা হবে।বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রলীগকর্মী পরীক্ষার্থীদের সহায়তা করছে।

সর্বশেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৮, ২০:০০
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন