আজ মহা দশমী

সাহিদা খান: বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব বা পার্বণই হলো শারদীয় দুর্গোউতসব। শুরু হয়ে গেছে শারদীয় দুর্গোৎসব। আজই শেষ এই উৎসব। আজ মহা দশমী। পাঁচ দিনব্যাপি শারদীয় দুর্গৎসবের শেষ দিন। বিসর্জন দেওয়ার পর এই উৎসব শেষ হয়েছে।

পূজা মানেই দিনভর ঘুরে বেড়ানো। মণ্ডব থেকে মণ্ডব ঘুরে বেড়ায় হিন্দুরা। শুধু হিন্দু বললে ভুল হবে কারণ এখন সব ধর্মের মানুষকেই পূজায় দেখা যায়। ধর্ম যার যার উৎসব সবার এই কথাটাই মেনে চলে বেশিরভাগ মানুষ কিন্তু এই কথা নিয়ে অনেক মতভেত রয়েছে।

হিন্দুরা বিভিন্ন মণ্ডবে গিয়ে দর্শন করে। তাদের জন্য এটাই আনন্দ। মণ্ডবের আশেপাশে মেলা হয়। কিন্তু অনেক জায়গায় এই মেলা বন্ধ করে দিয়েছে। বিশেষ করে শহরে এখন মেলা খুব কম দেখা যায়। কিন্তু বেশ কিছু খাবারের দোকান লক্ষ্য করা যায়। বিশেষ করে মিষ্টির দোকান।

এইসব নাড়ু,চিড়া,খৈ,বাতাসা,­মিশ্রি ইত্যাদি পূজার বিশেষ মিষ্টান্ন খাবার। এইগুলি মণ্ডবের বাইরে দেখা যায়। পূজা ছাড়া এসব খাবার খুব কম পাওয়া যায়।

এছাড়া ঝিনুকের তৈরি শো-পিছ,মালা,কানের দুল পূজার ঐতিহ্য। পূজার মধ্যে এগুলি পাওয়া যাবেই। এছাড়া শঙ্খ দিয়ে হিন্দুরা পূজা করে যা শামুক দিয়েই বানানো হয়।

নানা আচারের মধ্য দিয়ে গতকাল মহা নবমী পূজা শেষ হয়েছে। পূজা শেষে অঞ্জলি নিবেদন ও প্রসাদ বিতরণ করেছে। দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন করার মধ্য দিয়ে শেষ হয়েছে শারদীয় দুর্গৎসব। আজ শুক্রবার প্রতিমা বিসর্জন।

সর্বশেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৮, ২২:০৩
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন