রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্মদিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুলে শোভাযাত্রা, আলোচনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এদিন সকাল ১০টায় স্কুল প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে জন্মদিনের কেক কাটেন উপাচার্য অধ্যাপক ড. এম আব্দুস সোবহান। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবুল হাসান চৌধুরী।
স্কুলের অধ্যক্ষ মোমেনা জীনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমানসহ স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। স্কুলের শিক্ষক শাম্মী আকতার ও দেবশ্রী মন্ডলের উপস্থাপনায় অনুষ্ঠানে জন্মদিন উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করেন উপাচার্য।
এর আগে স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আবুল হাসান চৌধুরী শোভাযাত্রার উদ্বোধন করেন।
পাঠকের মন্তব্য