স্টামফোর্ড ক্লাব ফেয়ারে মাদক বিরোধী ফোরাম

আকরাম হোসেন খান নাঈম:

প্রথম বারের মত স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে  অনুষ্ঠিত হয়ে গেল স্টামফোর্ড ক্লাব ফেয়ার ২০১৮।

দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক প্রফেসর ড.আনিসুজ্জামান, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আলী নকী,বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, স্টিয়ারিং কমিটির প্রধান ফারাহনাজ ফিরোজ এবং ট্রাস্টি বোর্ডের সদস্য এনামুল হক শামীম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশের প্রতিষ্ঠাতা ওসামা বিন নুর, মোটিভেশনাল স্পীকার ডন সামদানী,লিডসাস গ্লোবাল লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও সাদিক আল সরকার, এফইএম এর প্রতিষ্ঠাতা জাইবা তাহিয়া, অভিনেতা ইরেশ যাকের, নাগরিক টিভির সিইও আব্দুর নুর তুষার,মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংকের ওয়াফি এস এম খান,কান্ট্রি ম্যানেজার অফ কোডার ট্রাস্ট,সাংবাদিক তানভীর তারিক এবং ভ্যাট চেকারের প্রতিষ্ঠাতা জুবায়ের হোসেন।

স্টামফোর্ডের ১৫টি ক্লাব নিয়ে স্টামফোর্ড ক্লাব ফেয়ার-২০১৮ অনুষ্ঠিত হয়। সেই সাথে অংশগ্রহণ করেন স্টামফোর্ড মাদক বিরোধী ফোরাম।

মাদকের ভয়াবহতা যখন সারা দেশকে গ্রাস করছে, ঠিক তখনি মাদকের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে কাজ শুরু করেন স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের একঝাক মেধাবী তরুণ। প্রথম থেকে বিভিন্ন পোগ্রাম এর মধ্য দিয়ে যাত্রা শুরু করেন৷ কখনো ক্যাম্পেইন, কখনো সেমিনার কখনো মোটিভেশনাল স্পিকার এর মধ্যমে মাদকবিরোধী বিভিন্ন কর্মসূচী পরিচালনা করে আসছে। যার ফলে খুব কম সময়ের মধ্যে বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরে এসেছে এই নবীন সংগঠনটি। এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে যৌথভাবে কাজ করার অনেক সুযোগ পেয়েছে।
কথা হয় স্টামফোর্ড মাদকবিরোধী ফোরামের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সঙ্গে। তিনি বলেন, বর্তমান সমাজে মাদক একটি ভয়ংকর রুপ ধারন করেছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে একটি বিষয় সবচেয়ে বেশি নজরে এসেছে, তা হলো বিশ্ববিদ্যালয় পড়ুয়া তরুণদের মাদকাসক্তি। সেটা এখন আর তেমন চোখে পড়ে না। আমরা যদিও প্রথম অবস্থায় তেমন একটা সাড়া পাই নি।তবে এখন পাচ্ছি।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ স্ট্রাস্টিজ সদস্য ও ড.ফারহানাজ ফিরোজের সহযোগিতায় ২৪ মে, ২০১৭ সালে আমার স্টামফোর্ড মাদকবিরোধী ফোরামের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংগঠনটির কাজ খুব কম সময়ে ক্যাম্পাসে বেশ সাড়াও ফেলেছে।
৪৭ সদস্য নিয়ে ক্লাবটি যাত্রা শুরু করলেও বর্তমানে সদস্য সংখ্যা শতাধিক। তিনি আরো বলেন ,আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে সারা দেশে মাদক প্রতিরোধে দৃশ্যমান পরিবর্তন আসবে।

সর্বশেষ আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৮, ২২:৩৬
নিজস্ব প্রতিবেদক

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন