‘নীতি আদর্শের চর্চা করে পরিপূর্ণ মানুষ হতে হবে’ এই স্লোগানকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের সর্বাত্মক সহযোগীতার ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
শনিবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চল।
সভায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের প্রায় দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এসময় নেতাকর্মীরা শিক্ষার্থীদের সহযোগীতায় বিভিন্ন পরামর্শ ও করণীয় তুলে ধরেন শাখা ছাত্রলীগের শীর্ষ দুই নেতার নিকট।
এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতারা জানান, ‘এবারের ভর্তি পরীক্ষায় ভর্তিচ্ছুদের জন্য তিনটি তথ্য ও সহায়তা কেন্দ্র, একটি মেডিকেল ক্যাম্প, পথ নির্দেশিকা, বিশুদ্ধ পানি সরবরাহ, এবং সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরনের ব্যবস্থা থাকবে। এছাড়া শিক্ষার্থীদেরকে আবাসিক সুবিধা দিতে ও শিক্ষার্থীদের নিরাপত্তা রক্ষায় প্রতিটি হলে মনিটরিং সেল গঠন করবে শাখা ছাত্রলীগ।’
সভায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘যদি কোন কর্মীর বিরুদ্ধে ছিনতাই কিংবা সংগঠন বিরোধী কোন কর্মকাণ্ডের অভিযোগ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।’
এ সময় শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘বাংলাদেশে ছাত্রলীগ সবসময় সাধারণ ছাত্রের পক্ষে কাজ করে আসছে। সাধারণ ছাত্রের সহযোগীতায় ছাত্রলীগ সর্বদা সচেতন। আমরা চাই সুষ্টু ভাবে ভর্তি পরীক্ষা সমাপ্ত হোক।’
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আবু সুফিয়ান চঞ্চল বলেন, প্রতিবছরের ন্যায় এবছরও ভর্তিচ্ছুদের সহযোগীতায় মাঠে থাকবে জাবি ছাত্রলীগ। এছাড়াও ভর্তি পরীক্ষা চলাকালে যেকোন ধরনের বিশৃঙ্খলা ও জালিয়াতি রোধে সচেতন থেকে প্রশাসনকে সর্বোচ্চ সহযোগীতা করবে। কোন ছাত্রলীগ কর্মীর কোন কাজের জন্য যেন এই সুন্দর উদ্যোগ নষ্ট হয়ে না যায় সে জন্য তিনি প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানান।’
মতবিনিময় সভায় জাবি শাখা ছাত্রলীগকে আরো গতিশীল করতে নানা পরামর্শ দেন নেতাকর্মীরা। এছাড়া সংগঠনকে গতিশীল রাখতে নিয়মিত মতবিনিময় সভা আয়োজনের আহ্বান জানান তারা।
পাঠকের মন্তব্য