” আমাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে হলপ্রশাসন ইতোমধ্যে যে কর্মসূচি হাতে নিয়েছে এবং আজ যে আলোচনা সভার আয়োজন করেছে তাকে স্বাগত জানাই। হল প্রশাসনকে ধন্যবাদ। আজকে সাধারণ শিক্ষার্থীরা তাদের সমস্যা ও দাবি-দাওয়া তুলে ধরেছেন। শিক্ষকরাও সমস্যাগুলো সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু শুধু প্রতিশ্রুতি দিলেই হবে না, কাজের মাধ্যমে তার যথাযথ বাস্তবায়ন করতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে এক মতবিনিময় সভায় শিক্ষার্থী প্রতিনিধির বক্তব্যে হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ লিমন প্রশাসনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড জিয়া রহমান।
আসন্ন ডাকসু নির্বাচন এবং হলের আবাসিক শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ২৪ সেপ্টেম্বর সোমবার হল মুক্তমঞ্চে মত বিনিময় সভা হয়েছে।
হল প্রশাসনের ডাস্টবিন দেয়ার পরও তার সদ্ব্যবহার হয়না উল্লেখ করে শিক্ষার্থীদদের উদ্দেশ্যে তিনি বলেন, “হলের সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শুধু প্রশাসনকে একচেটিয়া দায়িত্ব দিলেই চলবে না, দায়িত্ব আমাদেরও আছে। আমাদের আত্মকেন্দ্রিক মনোভাব পরিবেশ দূষণের জন্য দায়ি। আমরা উপর তলার মানুষটা কখনও নিচতলার মানুষটার কথা চিন্তা করি না এবং এক রুমের মানুষটা অন্য রুমের মানুষটার কথা চিন্তা করি না। ডাস্টবিন থাকার পরেও আবর্জনা নিচে ফেলে দিয়ে আমরা হলের পরিবেশকে নোংরা করি।”
শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে প্রশাসনের প্রতি তিনি নিম্নোক্ত দাবিগুলো উত্থাপন করেন-
১। হলে ফটোকপির দোকান নেই তাই ছাত্রদের অন্য হলে গিয়ে প্রয়োজনীয় কাগজ পত্র ফটোকপি করতে হয়। তাই অচিরে’ই শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে একটি ফটোকপির দোকান বরাদ্ধ দিতে হবে।
২। হলে কম্পিউটার ল্যাব নাই। অধিকাংশ শিক্ষার্থী’ই নিম্নমধ্যবিত্ত পরিবারের যাদের ল্যাপটপ কেনার সামর্থ নেয়। ছাত্রদের জন্য দ্রুত একটি উন্নত ল্যাব স্থাপন করতে হবে।
৩। শিক্ষার্থিদের মূল্যবান জিনিসপত্র হারিয়ে গেলে হলের নিয়মানুসারে সিসি টিভি দেখতে হলে প্রভোস্ট স্যারের পার্মিশন নিতে হয়। এ দীর্ঘ প্রক্রিয়া শিক্ষার্থীদের বিড়ম্বনায় ফেলে। তাই হলের সিসি ক্যামেরা যেকোন সময় দেখার পারমিশন দিতে হবে।
৪। অবিলম্বে হলে এলামনাই এসোসিয়েশন গঠন করতে হবে।
“এমন মতবিনিময় সভা আরো হবে। আগামীতে আবার যখন এ মতবিনিময় সভা হবে তখন কাজের অগ্রগতি দেখা যাবে”-প্রাধ্যক্ষের এমন বক্তব্যের মধ্যদিয়ে সভার সমাপ্তি হয়।
এ সভায় হলের আবাসিক শিক্ষকদের মধ্যে অধ্যাপক ডঃ এটিএম শামছুজ্জোহা, মাহমুদুর রহমান, সাইফুল আলম চৌধুরী, তানভির শাহরিয়ার, আফজাল হোসেন ও শাহিনুর আলম উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য