প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে স্টামফোর্ড ইউনিভার্সিটি ক্লাব ফেয়ার-২০১৮। ২৯ সেপ্টেম্বর (শনিবার) স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে এই আয়োজনে ১৫টি ক্লাব অংশ নিবে।
স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, প্রাইভেট ইউনিভার্সিটি ওনার্স এসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটির সদস্য এ.কে.এম. এনামুল হক শামীম, বোর্ড অব ট্রাস্টির সদস্য এবং স্টিয়ারিং কমিটি স্টামফোর্ড ফোরামের কনভেনর ড. ফারাহনাজ ফিরোজ, স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলী নকী।
দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাগরিক টিভির সিইও আব্দুর-নূর-তুষার, সাংবাদিক-লেখক-উপস্থাপক তানভির তারেক, ১০ মিনিট স্কুল এর প্রতিষ্ঠাতা আয়মান সাদিক, মটিভেশনাল স্পিকার ডন সামদানি, অভিনেতা ইরেশ জাকের, ভ্যাট চেকার এর প্রতিষ্ঠাতা যুবায়ের হোসাইন, উই এর প্রতিষ্ঠাতা নাসিমা আক্তার নিশা, ইউথ অপটিউনটি এর প্রতিষ্ঠাতা ওসামা বিন নূর, লিডসাস গ্লোবাল অ্যাক্শন এর প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার, এফইএম এর প্রতিষ্ঠাতা যাইবা তাহিয়া। এছাড়া ক্লাব ফেয়ারকে ঘিরে নানা চমক থাকবে বলে জানিয়েছেন আয়োজকেরা।
পাঠকের মন্তব্য