জাতীয় নাট্যশালায় ‘গহর বাদশা ও বানেছা পরী’

জাতীয় নাট্যশালায় ‘গহর বাদশা ও বানেছা পরী’
জাতীয় নাট্যশালায় ‘গহর বাদশা ও বানেছা পরী’

সপ্তাহ ঘুরতেই আবারও জাতীয় নাট্যশালায় ‘গহর বাদশা ও বানেছা পরী’। দেশের প্রথম সারির নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের ২০তম প্রাযোজনা গহর বাদশা ও বানেছা পরী ব্যাপক দর্শকপ্রিয়তার কারণে সপ্তাহ ঘুরতে আবারও মঞ্চে। হল ভর্তি কোলাহলে দর্শক চাহিদায় আগামীকাল শুক্রবার জাতীয় নাট্যশালায় নাটকটির ৩২তম মঞ্চায়ন হবে।

দক্ষিণাঞ্চলের লোকগাঁথা অবলম্বনে নির্মিত ফোক থিয়েটার ‘গহর বাদশা ও বানেছা পরী’ । গত সপ্তাহে ‘সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব ২০১৮’ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শুক্রবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায় নাটকটির ৩১তম মঞ্চায়ন হয়েছে।

গহর বাদশা ও বানেছা পরীর পুনর্কথন ও নির্দেশনা দিয়েছেন হৃদি হক ।নাটকতিতে নির্দেশনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন হৃদি হক। এছাড়াও আরো আছেন হাবিব বাহার, জুয়েল জহুর, সুমন আহমেদ, আসিব চৌধুরী, সুতপা বড়ুয়া, বিশ্বজিৎ ধর, শামিম আহমেদ সহ অনেকেই।

নাটকটির মঞ্চ পরিকল্পনা - সাজু খা দেম; আবহ সঙ্গীত পরিকল্পনা, সুর ও সংগীত - কামরুজ্জমান রনি; আবহ সঙ্গীত প্রক্ষেপন - বর্ণ বাদল; আলোক পরিকল্পনা - ঠান্ডু রায়হান; আলোক প্রক্ষেপন - জয়নাল আবেদিন পবন; কোরিওগ্রাফি - হৃদি হক, সুমন আহমেদ; নৃত্যভঙ্গি - ওয়ার্দা রিহাব; পোশাক পরিকল্পনায় রয়েছেন মাহমুদুল হাসান মুকুল; দ্রব্য সামগ্রী নির্মাণ - দীপক সরকার, তরুণ।

সর্বশেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০১৮, ২৩:৪২
ডেস্ক রিপোর্ট

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন