হরকতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানকে সর্বোচ্চ আদালতের দেয়া মৃত্যুদণ্ডের রায় রিভিউর আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বাংলাদেশে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলার ঘটনায় তাকে মৃত্যুদণ্ড দিয়েছিলো সর্বোচ্চ আদালত।
২০০৪ সালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) এর মাজারের ফটকে মিস্টার চৌধুরীর ওপর গ্রেনেড হামলার ঘটনায় তিনি আহত হন ও নিহত হয় পুলিশ কর্মকর্তাসহ তিনজন।
এ ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল হান্নান সহ তিনজনকে মৃত্যুদণ্ড দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
পরে হাইকোর্ট এ রায় বহাল রাখে এবং পরে আপিল বিভাগেও তা বহাল থাকে।
পরে আসামীদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হলেও আজ আপিল বিভাগ তা খারিজ করে দিলো।
আপিল বিভাগের সিদ্ধান্তের পর অ্যাটর্নী জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন এরপর রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করার সুযোগ আছে।
তিনি বলেন, “রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা না চাইলে জেল কর্তৃপক্ষ পরবর্তী প্রক্রিয়ায় এগিয়ে যাবে। এছাড়া রিভিউ নিষ্পত্তির পর দণ্ড কার্যকরে জেল কর্তৃপক্ষের জন্য আর কোন বাধা নেই”।
ব্রিটিশ হাইকমিশনারের ওপর হামলার মামলায় মৃত্যুদণ্ডের রায় হলেও মুফতি আব্দুল হান্নান আলোচনায় আসে ২০০০ সালে গোপালগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভামঞ্চের কাছে ৭৬ কেজি বোমা পুঁতে রাখার ঘটনায়।
পরে একুশে অগাস্টের গ্রেনেড হামলাসহ অনেকগুলো আলোচিত সন্ত্রাসী ঘটনায় তার নাম উঠে আসে।
পাঠকের মন্তব্য