বিজয় ৭১ হল পরিচ্ছন্ন রাখতে ছাত্রলীগের উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আবাসিক হল পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বিজয় ৭১ হলের সকল কক্ষে গিয়ে ময়লা ফেলার ঝুড়ি বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

গতকাল রাতে বিজয় ৭১ হলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় হলের সকলকে একতাবদ্ধ হয়ে পরিচ্ছন্ন রাজনীতি করার আহবান জানিয়ে তিনি বলেন, “গ্রূপিং নিয়ে কেউ কোন ঝামেলায় জড়াবে না। সবাই একসাথে শান্তিপূর্ণ রাজনীতি করবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের সকলকে একসাথে কাজ করতে হবে।”

যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নিজেদের আবাসিক হলের ও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা বজায় রাখতে তিনি সকল শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।

এ সময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় ৭১ হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে হলের সাধারণ শিক্ষার্থীরা বাংলাদেশ ছাত্রলীগকে ধন্যবাদ জানিয়েছেন।

সর্বশেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৮, ০৯:২০
ইমরান খান
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন