সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ‘কান্ডারিবিডি’র

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় কার না থাকে। দেশের প্রতিটি নাগরিকই চান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে। কিন্তু নানা কারণে সেই স্বপ্ন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়ে উঠে না। এতো কিছুর পরও দেশের তরুণরা ঠিকই এগিয়ে আসেন। উদ্যোগ নেন। এই উদ্যোগের মহসড়কে যুক্ত হতে যাচ্ছে আরেকটি নাম- ‘কান্ডারিবিডি ডটকম’।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করতে যাচ্ছে দেশের প্রথম মাইক্রো ক্রাউডফান্ডিং ওয়েবসাইট ‘কান্ডারিবিডি ডটকম’। সম্প্রতি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল মেধাবী শিক্ষার্থী এই ওয়েবসাইটটি তৈরি করেন।

বুধবার বিকেল ৩টায় রুয়েটের ক্যাফেটেরিয়ায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে ওই শিক্ষার্থীরা। ওয়েবসাইটটি আগামী শুক্রবার বিকেল ৫টায় উদ্বোধন করবেন রুয়েট উপাচার্য অধ্যাপক রফিকুল আলম শেখ। সেদিন থেকে ওয়েবসাইটটির সকল কার্যক্রম শুরু হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষার্থীদের মধ্য থেকে বখতিয়ার হোসেন বলেন, ওয়েবসাইটের মাধ্যমে আর্থিক সাহায্যের জন্য আবেদনকারীদের অর্থ সহযোগিতা করা হবে। মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করে যে কেউ খুব সহজেই ১ টাকা থেকে শুরু করে যেকোনো পরিমান টাকা দান করতে পারবেন। দানকৃত টাকা আবেদনকারী তিন ধরনের মানুষের কাছে পৌঁছে যাবে।

তিনি আরও জানান, ওয়েবসাইটটির মাধ্যমে আপাতত কয়েকটি প্রজেক্ট নিয়ে যাত্রা শুরু করেছে। প্রজেক্টগুলো হচ্ছে ‘সেইভ এ লাইফ’, ‘স্টুডেন্ট প্রজেক্ট’ এবং ‘চেইঞ্জ এ লাইফ’। এখন পর্যন্ত ৮টি মেডিকেল কলেজে কা-ারিবিডি’র পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আগামীতে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে কা-ারিবিডি’র কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সম্মেলনে আরও জানানো হয়, ‘সেইভ এ লাইফ’ এর আওতায় দুঃস্থ-অসহায়, চিকিৎসাব্যয় ভারে অসচ্ছল অসুস্থ মানুষদের, ‘চেইঞ্জ এ লাইফ’ এর আওতায় বেকার জনগোষ্ঠীকে ক্ষুদ্র ব্যবসা শুরু করে দিতে এবং ‘স্টুডেন্ট প্রজেক্ট’ এর মাধ্যমে দেশের শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পে প্রয়োজনীয় টাকা সংগ্রহ করে দেওয়া হবে। ‘কান্ডারীবিডি’তে সম্পূর্ণ বিনামূল্যে সাহায্য নেয়া বা দেওয়া যাবে। সাহায্যের জন্য আবেদন করলে সাহায্যপ্রার্থীর নাম, ঠিকানা, আর্থিক অবস্থা ইত্যাদির বিবরণ গেজেটেড অফিসার বা রেজিস্টার্ড চিকিৎসক কর্তৃক সত্যায়িত হতে হবে। সংগৃহীত সম্পূর্ণ অর্থ ওই গেজেটেড অফিসারের মাধ্যমেই সাহায্যপ্রার্থীকে অর্থ সহায়তা তুলে দেওয়া হবে। দাতারা মানসিক প্রশান্তির পাশাপাশি ‘কান্ডারীবিডি’র পার্টনার কোম্পানির পণ্য বা সেবা ক্রয়ের ক্ষেত্রে বিশেষ ছাড় পাবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ‘কা-ারীবিডি’ সহ-প্রতিষ্ঠাতা এবং কম্পিউটার সায়েন্স বিভাগের (সিএসই) বিভাগের শিক্ষার্থী আদিল রেজা, আহসান উজ জামান, যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী ওয়াকিল উপর রাহমান। তাদের ওয়েবসাইটের ঠিকানা- kandaribd.com

সর্বশেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০৬
উজ্জ্বল হোসেন
রাবি প্রতিনিধি

পাঠকের মন্তব্য

সর্বশেষ আপডেট


বিনোদন